রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে টুইট মমতা বন্দোপাধ্যায়ের
ওয়েব ডেস্ক: মায়ানমারের রাখাইন প্রদেশের শরণার্থী সমস্যায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার বিকেলে এক টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে খুবই উদ্বিগ্ন তিনি।
গত কয়েকমাস ধরেই মায়ানমারের বাংলাদেশ লাগোয়া রাখাইন প্রদেশে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বিতর্ক চলছে। মায়ানমার সরকারের অত্যাচারে ঘর ছাড়তে হয়েছে বলে দাবি রোহিঙ্গাদের। একই সঙ্গে ইতিমধ্যে ভারতে বসবাসকারী ৪০,০০০ রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে মমতা বন্দোপাধ্যায়ের টুইট বিশেষ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন - দশমীতে দুর্গা ভাসানের সময়সীমা বাড়ালো হাইকোর্ট
এদিন মমতা টুইটারে লেখেন, রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রসংঘ যে আবেদন জানিয়েছে তাকে আমরা সমর্থন করি। সমস্ত মানুষ সন্ত্রাসবাদী নয়। আমরা বিষয়টিতে সত্যিই ভাবিত।
We do support the @UN appeal to help the Rohingya people.
We believe that all commoners are not terrorists.We are really concerned— Mamata Banerjee (@MamataOfficial) September 15, 2017
বৃহস্পতিবারই রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের জন্য মায়ানমার সরকারের কাছে আবেদন জানিয়েছে রাষ্ট্রসংঘ। ওদিকে সেদিনই সুপ্রিম কোর্টে মোদী সরকারের তরফে জানানো হয়েছে, রোহিঙ্গাদের মধ্যে জঙ্গি সংগঠনের প্রভাব রয়েছে। ফলে তাদের ভারতে থাকতে দেওয়া নিরাপদ নয়।