Mamata Banerjee: ঠোঙা বানিয়ে কোটিপতি হওয়ার উপায় বাতলে দিলেন মমতা!

Mamata Banerjee: খড়গ্পুরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ইদানিং কচুরিপানা শুকিয়ে ব্যাগ হচ্ছে। এমনকি শালপাতার মত কচুরিপানা শুকিয়ে থালাও হচ্ছে। তারপরই তিনি বলেন...

Updated By: Sep 15, 2022, 03:25 PM IST
Mamata Banerjee: ঠোঙা বানিয়ে কোটিপতি হওয়ার উপায় বাতলে দিলেন মমতা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রসঙ্গ কর্মসংস্থান। আর সেই ইস্যুতেই স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী। একদিকে দাবি করলেন বাংলায় বেকারত্ব কমার। আরেকদিকে খুব সহজ উপায়ে কীভাবে কোটিপতি হওয়া যায়, সেই উপায়ও বাতলে দিলেন তিনি। পাশাপাশি ঘোষণা করলেন পুজোর আগেই নিয়োগেরও। উৎকর্ষ বাংলায় প্রযুক্তিগত প্রশিক্ষণে যারা সেরার ছাপ রেখেছেন, এদিন খড়গ্পুর স্টেডিয়ামে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই মঞ্চ থেকে ভবিষ্যতের উদ্যোগপতি হওয়ার উপায় বাতলে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

এদিন খড়গ্পুরের সভামঞ্চ থেকে মমতা বলেন, ইদানিং কচুরিপানা শুকিয়ে ব্যাগ হচ্ছে। এমনকি শালপাতার মত কচুরিপানা শুকিয়ে থালাও হচ্ছে। তারপরই তিনি বলেন, 'বড় বড় একটা পাতা আছে না! অনেকটা তালপাতার মতো দেখতে। সেগুলোতে একটা কাঠি গুঁজে নিলেই ঠোঙা হয়ে যাবে। আর কিনতে হবে না। একটু বুদ্ধি বের করুন। তাহলেই কাজ হবে। কেউ যদি জিজ্ঞাসা করেন, কী করছেন? বলবেন, এটা করেই কোটিপতি হবেন!' প্রসঙ্গত, এর আগে রোজগারের পথ হিসেবে 'চপ শিল্পে'রও পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

আরও পড়ুন, Nabanna Abhiyan, Mamata Banerjee: বিজেপির নবান্ন অভিযানে পুলিস চাইলে গুলি চালাতে পারত: মমতা

এখানেই শেষ নয়। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান যে, পুজোর আগে ৩০ হাজার নিয়োগ করা হবে। পাশাপাশি, দেউচা পচামি কয়লাখনি প্রকল্প রূপায়ণ হলে, ১ লাখ কর্মসংস্থান হবে। বিশ্বের বৃহত্তম কয়লা খনি হবে দেউচা পচামি। সেইসঙ্গে টাটার প্রকল্পেও ১ হাজার নিয়োগের কথা জানান তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.