সরকার পড়ে যাচ্ছিল! বর্ধমানের সভায় বিস্ফোরক মমতা...

'আয়করের স্ল্যাব বাড়াচ্ছে বলছে! আসলে কথার কারসাজি। রোজগার আরও ঝরঝরে করে দিয়েছে। ২ লক্ষ ছাড় দিয়ে আড়াই লক্ষ কাটল!'

Updated By: Feb 2, 2023, 02:32 PM IST
সরকার পড়ে যাচ্ছিল! বর্ধমানের সভায় বিস্ফোরক মমতা...

সুতপা সেন: বর্ধমানের প্রশাসনিক সভা থেকে বিস্ফোরক মমতা। প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দাবি করেন, 'সরকার পড়ে যাচ্ছিল!' কী কারণে কেন এমন বিস্ফোরক মন্তব্য করেন মমতা? আসলে বুধবারের পর বৃহস্পতিবারও বর্ধমানের প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তখনই শেয়ার বাজার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন মমতা। বলেন, 'গতকাল তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল, কারণ শেয়ার বাজারে ধস নেমেছিল।' 

আরও বলেন, 'যাঁদের শেয়ার পড়ে যাচ্ছিল, তাঁদেরকে ফোন করে হাজার হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। আমি নামগুলি আর বলতে চাই না। পরিকল্পনা না থাকলে, সরকার চলে না।' একইসঙ্গে আয়করের নতুন হারকেও তীব্র কটাক্ষ করেন মমতা। বলেন, 'আয়করের স্ল্যাব বাড়াচ্ছে বলছে! আসলে কথার কারসাজি। রোজগার আরও ঝরঝরে করে দিয়েছে। ৮০সি ধারায় দেড় লক্ষ টাকার ছাড় তুলে দিয়েছে। মেডিকেল ইনসিওরেন্সের ছাড়ও পাবেন না। ২ লক্ষ ছাড় দিয়ে আড়াই লক্ষ কাটল! এই সরকার বেশিদিন থাকলে ব্যাংক তুলে দেবে। এলআইসি তুলে দেবে।'

প্রসঙ্গত, বুধবার বীরভূমের বোলপুরে প্রশাসনিক সভামঞ্চ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের পেশ করা ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটকে তীব্র কটাক্ষে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, 'কোনও ভবিষ্যৎদর্শী নয়, পুরোটাই সুবিধাবাদী এই বাজেট। বাজেটে কোনও আশার আলো নেই। বাজেটে অমাবস্যার ঘোর অন্ধকার। বাজেটে বেকারদের জন্য কিছু নেই। গরিব বিরোধী এই বাজেট। বাজেটে গরিব মানুষকে বঞ্চনা করা হয়েছে। ধিক্কার জানাই এমন বাজেটকে। কী করে গরিব লোকের বাজেট করতে হয় জানি। আমায় দিলে ৩০ মিনিটে করে দিতাম!'  

আরও পড়ুন, Amartya Sen, Tathagata Roy: বিশ্বভারতীর জমি 'চুরি'র তোপ, নাম না করে অর্মত্য সেনকে 'হারামি' বললেন তথাগত!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.