'মোদীবাবু, মমতা ব্যানার্জি পেন্টিং করে টাকা নিয়েছেন প্রমাণ করুন', চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

বুধবার রামপুরহাটের সভামঞ্চ থেকে এই ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Updated By: Jan 30, 2019, 03:53 PM IST
'মোদীবাবু, মমতা ব্যানার্জি পেন্টিং করে টাকা নিয়েছেন প্রমাণ করুন', চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছবি আঁকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। মঙ্গলবার কাঁথির সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির তোলা সেই অভিযোগের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

আরও পড়ুন: কাঁথিকাণ্ডে পালটা বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত তাণ্ডবের অভিযোগ মমতার

বুধবার রামপুরহাটের সভামঞ্চ থেকে এই ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি এঁকে টাকা নিয়েছেন, তা প্রমাণ করার চ্যালেঞ্জ মোদীর দিকে ছুঁড়েছেন তিনি।

বলেছেন, ''মোদীবাবু, মমতা ব্যানার্জি পেন্টিং করে টাকা নিয়েছেন। প্রমাণ করুন। এক পয়সা নিয়েছি প্রমাণ করুন। চ্যালেঞ্জ করছি।''

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ''আমি আঁকলেও চুরি। আমি লিখলেও চুরি। আমার কাছে এই প্রশ্ন করে। এত বড় ঔদ্ধত্য। চোরের দল।'' তাঁর দাবি, ''আমি কারও খাই না। পরি না। কারও কাছে মাথা নত করিনি। যতদিন বাঁচব, ততদিন মাথা উঁচু করে বাঁচব।''

আরও পড়ুন: কাঁথিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের

বিজেপির বিরুদ্ধে তৃণমূলনেত্রীর অভিযোগ, তারা বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। বাঙালিদের মধ্যে বিরোধ বাঁধানোর চেষ্টা করছে। বিজেপি নেতাদের সৌজন্যবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার কাঁথির জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। কার্যত প্রতিটি অভিযোগের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি বাংলায় তৃণমূল নিজেদের নামে চালাচ্ছে বলে অভিযোগ করেছিলেন অমিত শাহ। তার জবাবে এদিন মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প, নির্মল বাংলা প্রকল্প মোদী জমানার আগেই শুরু হয়েছে বলে অভিযোগ করেন। কন্যাশ্রী প্রকল্প থেকে টুকে কেন্দ্র বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প চালু করে বলে তাঁর অভিযোগ।

আরও পড়ুন: মমতার ছবি বিক্রির প্রসঙ্গ তুলতেই অমিত শাহকে মানহানির চিঠি পাঠাল তৃণমূল

সেই কারণেই তিনি বলেছেন, ''দিল্লির ওই কিছু নেতা আছে। সেগুলো অর্ধশিক্ষিত, না গর্ধ-শিক্ষিত আমি জানি না।''

মমতার বক্তব্য, ''বাংলাকে ভয় দেখিয়ে লাভ নেই। সিবিআই দেখিয়ে লাভ নেই। বাংলা লড়াই করে নেবে। বাংলায় পথ দেখায়।''

পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ''আমার হাতেও সিআইডি,  এসটিএফ, আর্থিক দুর্নীতি দমন শাখা আছে। শিশু চুরি, মহিলা নির্যাতন, গ্যাস চুরিতে নাম আছে অনেক নেতার। সব নথি আছে।''

আরও পড়ুন: লোকসভা ভোটের ফলের দিনই মমতাদিদির সরকার খাল্লাস: অমিত

অমিত শাহ বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মমতা বলেন, ''হয় প্রমাণ করুন, না হলে রাজনীতি ছেড়ে দিন।''

এর পরই তিনি বলেন, ''দুর্গাপুজো যারা করে তাদের আয়কর দফতর থেকে নোটিস পাঠিয়েছে। অন্য রাজ্যে নোটিস পাঠাতে পারবেন? যত রাগ বাংলার উপর। বাংলার চরিত্রহনন করছেন। বাঙালি বাঙালিতে লড়াই বাঁধাচ্ছেন।''

আরও পড়ুন: মে মাসেই মমতা সরকার খাল্লাস, কাঁথির মঞ্চে হুঁশিয়ারি প্রত্যয়ী অমিত শাহর

অমিত মঙ্গলবার দাবি করেছিলেন লোকসভা ভোটের রেজাল্ট বেরোবে দুপুর একটায়। দুপুর দু'টো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাব। এ প্রসঙ্গে মমতার বক্তব্য, ''বলে দিচ্ছে কখন রেজাল্ট বেরবে। ক'টার সময় বেরবে। ক'টা আসন পাবে। মনে হচ্ছে নির্বাচন কমিশন বিজেপি চালাচ্ছে।''

.