হয়ে যাক একটা খেলা ব্রিগেডে, Amit-কে চ্যালেঞ্জ 'গোলরক্ষক' Mamata-র

কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন অমিত শাহ। তার জবাব দিলেন তৃণমূল নেত্রী।

Updated By: Feb 11, 2021, 05:13 PM IST
হয়ে যাক একটা খেলা ব্রিগেডে, Amit-কে চ্যালেঞ্জ 'গোলরক্ষক' Mamata-র

নিজস্ব প্রতিবেদন: সামাজিক প্রতিনিধিদের সম্মেলন থেকে অমিত শাহকে (Amit Shah) সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে ব্রিগেডে 'খেলা'র চ্যালেঞ্জও ছুড়লেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। বললেন,'ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে খেলবেন? সিপিএম, কংগ্রেসকে সঙ্গে নিয়ে নেবেন। একদিকে থাকবে তৃণমূল কংগ্রেস। আমি হব গোলরক্ষক।'       

কোচবিহারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন অমিত শাহ (Amit Shah)। তার জবাব দিলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী এসে যে কথাগুলি বলে গেলেন, তাঁর বডি ল্যাঙ্গুয়েজ, ভাষার কদর্যতা, দৈত্যপরায়ণ মনোভাব ও দুরন্ত ক্ষমতার অপব্যবহার করে যেন শারীরিকভাবে ধমকানি দিতে এসেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এ জিনিস মানায় না। গালি দিতে পারেন, কিন্তু আমাকে অবজ্ঞা করতে পারবেন না। আজকেও বলেছে, আমরা নাকি দুর্নীতিগ্রস্ত! চোরের মায়ের বড় গলা। চালুনি করে সূঁচের বিচার। বক্তৃতা শুনে মনে হচ্ছিল ফুচকা খাওয়ার ক্ষমতা নেই, ফুলকো লুচি খাবে।'

আরও পড়ুন- 'চেনা মাঠে নতুন জার্সিতে খেলব, দেখুন খেলে দিতে পারি কিনা,' Mamata-কে চ্যালেঞ্জ Rajib-এর

তিনি আরও বলেন,' কৃষকদের ধন, সবজি লুঠ করছে। আদিবাসীদের উপরে অত্যাচার চালাচ্ছে। সারাক্ষণ বাংলা, বাংলা করে চলেছেন। আরে নির্বাচন নির্বাচনের মতো হোক না। ভয় দেখাচ্ছেন কেন? কে ভয় পায় আপনাদের! ভাবছেন দিদি বাধ্য হবে। দিদি গলা কেটে দেবে তাও আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না।' এরপরই মমতার চ্যালেঞ্জ,'অত সোজা খেলা নয়। হয়ে যাক একটা খেলা। গণতন্ত্রের খেলা। রাজনীতির খেলা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করবেন? একদিকে আপনারা থাকবেন। কংগ্রেস, সিপিএমকেও দিয়ে দিলাম। যগাই, মাধাই ও গদাই থাকবে একসঙ্গে। আর একা তৃণমূল। আমি কিন্তু গোলরক্ষক। খালি দেখব কটা গোল দিতে পারেন। খেলায় কে জেতে, কে হারে।'

আরও পড়ুন- Live: খালি ভাতিজা-বুয়া, আপনার ছেলে কী করেছে? Amit-কে পাল্টা Mamata -র

.