বিজেপি জুজু! জেলায় জেলায় গণবিবাহ, ১০ হাজার আদিবাসী কন্যার বিয়ে দেবে সরকার

"...যদি ১০ হাজার মেয়েকে বিয়ে দিতে হয় তাই দেব।"

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Mar 5, 2020, 03:24 PM IST
বিজেপি জুজু! জেলায় জেলায় গণবিবাহ, ১০ হাজার আদিবাসী কন্যার বিয়ে দেবে সরকার

নিজস্ব প্রতিবেদন : সকাল থেকেই ছিল সাজ সাজ রব। একেবারে অভিভাবকের মতো মালদার গাজলে গণবিবাহের অনুষ্ঠানের তদারকি করলেন মুখ্যমন্ত্রী। এদিন গাজোলে গণবিবাহে সামিল হল প্রায় ৩০০ আদিবাসী পরিবার।

এদিন গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে আগামীদিনে জেলায় জেলায় সরকারের তরফে এভাবে গণ বিয়ের আয়োজন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, "আজকে গাজোল দিয়ে শুরু করলাম। গাজোলে এখানে ৩০০ পরিবার সামিল হচ্ছে। আগামী মাসে চা বাগানে আরেকটা করবো। আদিবাসী অধ্যুষিত জেলায় জেলায় আমরা গণবিবাহের আয়োজন করব। যদি ১০ হাজার মেয়েকে বিয়ে দিতে হয় তাই দেব।"

প্রসঙ্গত, গত ৬ মাস ধরে মালদার বিভিন্ন জায়গায় ধর্মান্তরকরণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। প্রশাসনের তরফে ২ জনকে গ্রেফতারও করা হয়। এরপরই মালদায় 'রূপশ্রী' সরকারি প্রকল্পের আওতায় গণবিবাহ আয়োজনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, গণবিবাহের আসরে আদিবাসীদের 'হাত ধরে' নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

রাজনৈতিক মহলের মতে, একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আদিবাসী এলাকায় নিজেদের জমি তৈরি করতে চাইছে বিজেপি। আর তা আঁচ করতে পেরেই তৎপর তৃণমূল। বিজেপিকে কোনওভাবেই জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। তাই আদিবাসীদের সঙ্গে জনসংযোগ তৈরির মাধ্যম হিসেবে এবার গণবিবাহকেই হাতিয়ার করছে তৃণমূল।

.