আইন-সংবিধান কিছুই মানেন না, শাড়ি পরা হিটলারের মতো আচরণ করছেন মমতা

 'যারা দাঙ্গা করেছে তাদের, সমর্থনে রাস্তায় নেমেছে মমতা। সোমবার থেকে উনি রাস্তায় নেমে দাঙ্গাকারীদের বুঝিয়েছেন, তোমরা তোমাদের কাজ সেরে ফেলেছো। বাকি কাজ আমি সারছি।'

Updated By: Dec 17, 2019, 07:59 PM IST
আইন-সংবিধান কিছুই মানেন না, শাড়ি পরা হিটলারের মতো আচরণ করছেন মমতা

নিজস্ব প্রতিবেদন: 'হিটলারকে শপথ নিতে দেখেছিলাম। আর আজ শাড়ি পরা লে়ডি হিটলারকে শপথ নিতে দেখলাম।' মঙ্গলবার এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কটাক্ষ করেলন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে তাঁর দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ নেই। সোমবার সাদা পোশাকের পুলিস আর ১০০ দিনের কাজের শ্রমিকদের দিয়ে মিছিল ভরিয়েছিলেন। মঙ্গলবার সেই ভিড়ে অনেকটাই ভাটা পড়েছে। আগামিকাল লোক আরও কমে যাবে। দেখুন হাওড়ার সভা উনি শেষ পর্যন্ত করেন কি না।'

মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দিলীপবাবু। তিনি বলেন, 'কলেজের ছাত্ররা আন্দোলন করতে পারেন। কিন্তু স্কুলের ছাত্ররা ভাঙচুরে কেন? টুপি পরে ভাঙচুর চালিয়েছে তারা। আইন না মানা, আদালতকে না মানা মমতার অভ্যাস। সেই অভ্যাস বাঙালির মধ্যে চলে যাচ্ছে। রাষ্ট্র বিরোধিতা শেখাচ্ছেন। বড় হয়ে এই শিশুরা কি আর আইন মানবে?' 

"রাস্তায় নেমে প্রতিবাদই বড় অস্ত্র", নাগরিকত্ব সংশোধনী আইন খারিজের দাবিতে মরিয়া মমতা

সোমবারের পর মঙ্গলবারও পুলিসকে বেঁধেন দিলীপবাবু। বলেন, 'লুঙ্গি পরা সন্ত্রাসবাদীরা বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়েছে। এবার এখানেও সন্ত্রাস চালিয়েছে। রাজ্যে লুঙ্গি সন্ত্রাস চলছে। তাই দেখেই পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।'

তৃণমূলকে দিলীপ ঘোষের প্রশ্ন, 'সত্যিই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করলে কেন তারা বিলের বিরুদ্ধে ভোট দেয়নি। লোকসভায় ভোটাভুটির দিন সেখানে তৃণমূলের ৮ জন সাংসদ গরহাজির ছিলেন।' দিলীপবাবুর দাবি, 'বিজেপি চালাকি করছে। বোকা বানাচ্ছে মানুষকে।' 

টানা চারদিন একের পর এক রেল স্টেশনে বিক্ষোভকারীদের তাণ্ডব সত্বেও রাজ্য সরকারের নিষ্ক্রিয়তাকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, 'পূব রেলের ক্ষতির পরিমান ২৫০ কোটি টাকা। দক্ষিণ-পূর্ব রেলের ক্ষতি ১৬ কোটি টাকা। আর খত ক্ষতি হলে উনি খুশি হতেন ? লক্ষ লক্ষ টাকার বাস পুড়িয়েছে বিক্ষোভকারীরা।তার পরেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিস। ওখানে পোড়ানোর জন্য কি পুরনো বাস দাঁড় করিয়ে রেখেছিলেন উনি। এতে ওনার খুশি হয়নি। রাষ্ট্রীয় সম্পদ ভাঙা ওনার সংস্কৃতি। যারা দেশ ভেঙেছিল তারা বাংলা ভাঙছে এবার।'

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে হাওড়ায় বিজেপির মিছিলে পুলিসের বাধা, বিক্ষোভ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে দিলীপ ঘোষ বলেন, 'যারা দাঙ্গা করেছে তাদের, সমর্থনে রাস্তায় নেমেছে মমতা। সোমবার থেকে উনি রাস্তায় নেমে দাঙ্গাকারীদের বুঝিয়েছেন, তোমরা তোমাদের কাজ সেরে ফেলেছো। বাকি কাজ আমি সারছি। কিন্তু মানুষ সিএএ এর সাপোর্ট করেছে। যারা দাঙ্গাবাজ মুসলিম তাদের সাপোর্ট করছে মমতা। তাই তার পার্টির লোকেরাও তার সঙ্গে নেই। আইন বিরোধী কাজ মমতা করছেন। একমাত্র দাঙ্গাবাজরাই তার সাথ দিচ্ছেন।'

CAA-তে অসমে ১০০ জনের পশ্চিমবঙ্গে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তাকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'মমতার মতো ডাহা মিথ্যা কথা আর কেউ বলে না। কাদের নাগরিকত্ব দেওয়া হবে তা স্পষ্ট আছে বিলে। কিন্তু যারা নাগরিকই নয় তাদের বিভেদ করা হচ্ছে, যারা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে প্রবেশ করেছে। যারা চারদিন ধরে ভারতীয় সম্পত্তি নষ্ট করল তাদেরকে আলাদা করার জন্যই বিলের প্রয়োজনীয়তা ছিল।'

 

.