এখনও বিপদ কাটেনি মালদার, মহানন্দা আর গঙ্গার জল বেড়েই চলেছে

Updated By: Aug 20, 2017, 10:23 PM IST
এখনও বিপদ কাটেনি মালদার, মহানন্দা আর গঙ্গার জল বেড়েই চলেছে

ওয়েব ডেস্ক: এখনও বিপদ কাটেনি মালদার। মহানন্দা আর গঙ্গার জল বেড়েই চলেছে। আর তাতেই নতুন করে প্লাবিত  রতুয়া, চাঁচোল, গাজোল , ইংরেজবাজার,  ওল্ড মালদার বেশ কিছু এলাকা। জল উঠেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কেও। এভাবেই মাইলের পর মাইল এখনও জলের তলায়। মালদহে পরিস্থিতি বদলের তেমন ইঙ্গিতই মিলছে না। ফুলহারে জল কমলেও নতুন করে জল বাড়ছে মহানন্দা আর গঙ্গায়।আর তাতেই  রতুয়া, চাঁচোল, গাজোল , ইংরেজবাজার,  ওল্ড মালদার বেশ কিছু এলাকায় নতুন করে জল উঠছে। বেহুলার জলে নতুন করে প্লাবিত চর কাদিরপুর , সাহাপুর সহ বিভিন্ন এলাকা।

আরও পড়ুন স্বাভাবিক ছন্দে ফিরছে রায়গঞ্জ, বেশিরভাগ এলাকা থেকেই জল নেমে গিয়েছে

মহানন্দার জলে ভাসছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক। মালদা থানার নারায়ণ পুরের কাছে জাতীয় সড়কে জল উঠছে। ধীর গতিতে চলছে গাড়ি। তিন দিন আগে ভালুকাবাজারে জলে তলিয়ে যান অসিত মালাকার নামে এক ব্যক্তি।  রবিবার তাঁর দেহ উদ্ধার হয়েছে। ত্রাণের জন্য বিভিন্ন শিবির গুলিতে বিপর্যস্তদের ভিড় বাড়ছে। বিভিন্ন এলাকায় চলছে ত্রাণ শিবির।মাইলের পর মাইল চাষের জমি চলে গিয়েছে জলের তলায়। ঘর ছাড়া বহু মানুষ।  পরিস্থিতির উন্নতির আশায় দিন গুনছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন  বানভাসি মালদায় সবজির দাম আকাশ ছুঁয়েছে

.