Madan Mitra On Dilip Ghosh: 'দিলীপদা বড় ভালো লোক... দেখা হলে কেয়া কারে সাজনি গান শোনাব'

"ওনার এখন প্রলাপ বকার পালা। তবে পাগল দিলীপকে পাগল বলতে নেই। বরং তাঁকে সেবা-শুশ্রূষা করতে হয়।"

Updated By: Jun 2, 2022, 06:49 PM IST
Madan Mitra On Dilip Ghosh: 'দিলীপদা বড় ভালো লোক... দেখা হলে কেয়া কারে সাজনি গান শোনাব'

কিরণ মান্না: "দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে হত্যা করেছে। ওর মুখ বেঁধে দিয়েছে। হাত বেঁধে দিয়েছে। ওর পরানও বেঁধে দিয়েছে। দিলীপ ঘোষ সাইকো পেশেন্ট হয়ে গিয়েছে। এই কটা দিন আপনারা সবাই মিলে চেষ্টা করুন ওকে আনন্দ দিতে। আমার সঙ্গে দিলীপ ঘোষের দেখা হলে, আমিও ওকে একটু আনন্দ দেব।" এভাবেই দিলীপ ঘোষকে (Dilip Ghosh) তির্যক মন্তব্যে বিঁধলেন মদন মিত্র (Madan Mitra)।

একইসঙ্গে মদন মিত্র আরও জানান, তাঁর সঙ্গে দিলীপ ঘোষের দেখা হলে তিনি তাঁকে গান শোনাবেন। কী গান? সেটাও জানিয়েছেন মদন মিত্র। তিনি বলেন, "কেয়া কারে সাজনি, আয়ে না বালাম", এই গানটা দিলীপ ঘোষকে শোনাতে চান তিনি। তারপরই তাঁর কটাক্ষ, "ওনার এখন প্রলাপ বকার পালা। তবে পাগল দিলীপকে পাগল বলতে নেই। বরং তাঁকে সেবা-শুশ্রূষা করতে হয়। দিলীপদা বড় ভালো লোক। কিন্তু তাঁকে কেটে চচ্চড়ি করে দিচ্ছে ওই নাড্ডা গাড্ডা ওই ভোডাফোনের মুখ‌।"

প্রসঙ্গত, সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে সেন্সর করা হয়েছে দিলীপ ঘোষকে। তাঁকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আপাতত সংবাদমাধ্যমে দল নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে পারবেন না তিনি। সমস্তরকম সংবাদমাধ্যমে দল সম্পর্কে মুখ খোলা থেকে তাঁকে বিরত থাকতে বলা হয়েছে। নিজের দলের সতীর্থদের সম্পর্কে কোনওরকম মন্তব্য করা থেকে তাঁকে সতর্ক করা হয়েছে। 

আরও পড়ুন, Singer KK Death: কেকে'র মৃত্যুতে শাহকে চিঠি সাংসদ সৌমিত্রর, জানালেন গুরুতর অভিযোগ

Singer KK Death: কেকে'র মৃত্যুতে 'শিক্ষা', কলেজ ফেস্ট নিয়ে টিএমসিপিকে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.