লভ ও জিহাদ একসঙ্গে চলতে পারে না; ভোট এলেই এনিয়ে কিছু লোক তোলপাড় করে: নুসরত

ভোট এলেই কিছু লোক এই বিষয়টি তুলে আনে রাজনীতি করার জন্য। ধর্মকে রাজনীতির অস্ত্র করে ফেলে ঠিক নয়

Updated By: Nov 23, 2020, 11:18 PM IST
লভ ও জিহাদ একসঙ্গে চলতে পারে না; ভোট এলেই এনিয়ে কিছু লোক তোলপাড় করে: নুসরত
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: ভোট এলেই লভ জিহাদ-এর কথা তোলে কিছু লোক। লভ ও জিহাদ একসঙ্গে চলতে পারে না। সোমবার সাংবাদিক সম্মেলনে এভাবেই সংঘ পরিবারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।

আরও পড়ুন-মিমের ভরসা আছে তৃণমূলের উপরে; বাংলার মানুষের নেই, বললেন দিলীপ ঘোষ 

এদিন নুসরত জাহান বলেন, লভ একান্তই ব্যক্তিগত ব্যাপার। কার সঙ্গে আপনি থাকবেন, কার প্রেমে পড়বেন, কাকে ভালোবাসবেন তা একেবারেই আপনার নিজস্ব পছন্দ। কেউ কাউকে বলতে পারে না সে কী খাবে বা কী পরবে কিংবা কাকে বিয়ে করবে। এটা একেবারেই কারো ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা।
লভ ও জিহাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ভোট এলেই কিছু লোক এই বিষয়টি তুলে আনে রাজনীতি করার জন্য। ধর্মকে রাজনীতির অস্ত্র করে ফেলে ঠিক নয়।

আরও পড়ুন-বাংলায় TMC-ই একমাত্র ঠেকাতে পারে বিজেপিকে, তৃণমূলে যোগ দিয়ে বললেন রাজ্যে AIMIM-এর 'মুখ' 

এদিন বিজেপিকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, বিজেপির আগে বাংলাকে জানা উচিত। প্রথম ভাষাটাকে শিখতে হবে তার পর বাংলার সংস্কৃতি। 

নিখিল জৈনকে বিয়ে, বিভিন্ন সময়ে একাধিক পুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নিশানায় পড়েছেন নুসরত। কিন্তু নিজের অবস্থান থেকে কখনওই সরে আসেননি তৃণমূল সাংসদ।

.