সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ

ফের দাদাগিরির অভিযোগ। পুলিসের পর এবার সিভিক ভলেন্টিয়ার । কালনার আসাম রোডের ঘটনা। লরির চালক ও খালাসিকে বেধরক মারধরের অভিযোগ। ওভারলোড থাকায় একটি পাথর বোঝাই লরি আটকায় সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু জরিমানা না দিয়েই লরি নিয়ে পালানোর চেষ্টা করে চালক। অভিযোগ লরি আটকে, চালক এবং খালাসিকে টেনে নামানো হয়। বেধরক মারধরও করা হয় তাদের। মারের চোটে লরিচালকের মাথা ফেটে যায়। অভিযোগ, চালক ও খালাসির মোবাইল এবং দুহাজার টাকাও লুঠ করা হয়। আহত লরি চালক কালনা মহকুমা হাসাপাতালে চিকিত্‍সাধীন। লরিটি আটক করা হয়েছে।

Updated By: May 28, 2017, 08:32 PM IST
সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ

ওয়েব ডেস্ক: ফের দাদাগিরির অভিযোগ। পুলিসের পর এবার সিভিক ভলেন্টিয়ার । কালনার আসাম রোডের ঘটনা। লরির চালক ও খালাসিকে বেধরক মারধরের অভিযোগ। ওভারলোড থাকায় একটি পাথর বোঝাই লরি আটকায় সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু জরিমানা না দিয়েই লরি নিয়ে পালানোর চেষ্টা করে চালক। অভিযোগ লরি আটকে, চালক এবং খালাসিকে টেনে নামানো হয়। বেধরক মারধরও করা হয় তাদের। মারের চোটে লরিচালকের মাথা ফেটে যায়। অভিযোগ, চালক ও খালাসির মোবাইল এবং দুহাজার টাকাও লুঠ করা হয়। আহত লরি চালক কালনা মহকুমা হাসাপাতালে চিকিত্‍সাধীন। লরিটি আটক করা হয়েছে।

.