তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তেঁতুলিয়ায় আক্রান্ত Zee ২৪ ঘণ্টার সাংবাদিক

এক পক্ষ অন্য পক্ষকে উদ্দেশ করে ইট ছুঁড়তে শুরু করে।

Updated By: May 6, 2019, 03:57 PM IST
তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তেঁতুলিয়ায় আক্রান্ত Zee ২৪ ঘণ্টার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদন : উত্তর ২৪ পরগনার তেঁতুলিয়ায় সংঘর্ষের ছবি তুলতে গিয়ে আক্রান্ত হলেন Zee ২৪ ঘণ্টার সাংবাদিক। ভাঙচুর হল গাড়ি। চলল তাণ্ডব। হাত ফাটল Zee ২৪ ঘণ্টার সাংবাদিক কমলিকা সেনগুপ্তের। আক্রান্ত হলেন চিত্র সাংবাদিকও।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, তৃণমূল ও বিজেপি দুতরফের মধ্যে ঝামেলা চলছিল তেঁতুলিয়ায়। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন তাঁরা। তাঁদেরকে ছবি তুলতে বাধা দেওয়া হয়। এরপর ফেরার জন্য তাঁরা যখন গাড়িতে উঠতে যান তখনই হামলার ঘটনাটি ঘটে।

আরও পড়ুন, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে 'মার' আধাসেনার, তুমুল উত্তেজনা

অভিযোগ, রাস্তার দুধারে ইট নিয়ে দাঁড়িয়েছিল দু দলের মানুষ। হঠাতই এক পক্ষ অন্য পক্ষকে উদ্দেশ করে ইট ছুঁড়তে শুরু করে। ইটের ঘায়ে ভেঙে যায় গাড়ির কাঁচ। কাঁচ ছড়িয়ে পড়ে গাড়ির ভিতর। হাত ফেটে যায় Zee ২৪ ঘণ্টার প্রতিনিধির। আক্রান্ত হন চিত্র সাংবাদিকও।

.