ছাপ্পা ভোটে সাহায্যের অভিযোগ, রতুয়ায় সরানো হল প্রিসাইডিং অফিসারকে
শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলে বিরোধী বিজেপি ও কংগ্রেস।
Updated By: Apr 23, 2019, 10:20 AM IST
নিজস্ব প্রতিবেদন : ছাপ্পা ভোটে সাহায্য করার অভিযোগ। বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে সরানো হল প্রিসাইডিং অফিসারকে। ঘটনাস্থল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত রতুয়া।
অভিযোগ, রতুয়ার বাহারালে ৭৯ নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলে বিরোধী বিজেপি ও কংগ্রেস। তাদের অভিযোগ, প্রিসাইডিং অফিসারের কাছে বার বার নালিশ জানিয়েও কোনও লাভ হয়নি।
আরও পড়ুন, ডোমকলে বোমাবাজির পর হরিহরপাড়ায় গুলি চলার অভিযোগ!
প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ছাপ্পা ভোটে সহায়তা করার অভিযোগ তোলে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে কমিশন। সরিয়ে দেওয়া হয় ওই বুথের প্রিসাইডিং অফিসারকে।