চিটফান্ড চিটিংবাজরা করে, সিপিএমের আমলে হয়েছিল, ৫ বছরে ব্যবস্থা নেননি: মমতা

চিটফান্ড চিটিংবাজরা করে। আমাদের আমলে ওসব হয়নি। স্বরূপনগরের সভায় এমনটা দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পাঁচবছরে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্নও তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী। 

Updated By: Apr 29, 2019, 05:30 PM IST
চিটফান্ড চিটিংবাজরা করে, সিপিএমের আমলে হয়েছিল, ৫ বছরে ব্যবস্থা নেননি: মমতা

নিজস্ব প্রতিবেদন: চিটফান্ড চিটিংবাজরা করে। আমাদের আমলে ওসব হয়নি। স্বরূপনগরের সভায় এমনটা দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পাঁচবছরে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্নও তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী। 

এদিন মমতা বলেন,''চিটফান্ড চিটিংবাজরা করে। আমাদের আমলে ওসব হয়নি। পাঁচ বছর ধরে কেন ব্যবস্থা নেওয়া হল না? আপনার বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত''। একইসঙ্গে মমতা মনে করিয়ে দেন, সিপিএমের আমলে চিটফান্ড তৈরি হয়েছিল। কিন্তু সিপিএম নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।  একইসঙ্গে সহারা তদন্তের কথাও উস্কে দেন মমতা। তাঁর কথায়,''সহারার কাগজ কোথায় লুকিয়েছেন। বাংলার লোক চোর নয়, বাংলার মানুষ সত্। তোমায় একটা মিটিং করতে হয় ১০০ কোটি টাকা খরচ করে। মিটিংয়ে লোক আনছেন টাকা দিয়ে''।  

মমতা আরও বলেন, ''প্রধানমন্ত্রী এত মিথ্যা বলেন। বাচ্চারা কী শিখবে? আপনার লজ্জা হওয়া উচিত। ওই যে জুমলা না কী বলে!''    

এদিনই আবার শ্রীরামপুরের সভায় চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে মমতাকে বিঁধেছেন মোদী। বলেন, ''চিটফান্ডের নামে গরিব পরিবারকে জীবন হারাতে হয়েছে। তাঁদের চোখের জলের জবাব দেবে জনতা। আপনারা আশ্বস্ত থাকুন স্পিডব্রেকার দিদির সারদা কেলেঙ্কারি থেকে নিজের নেতা, গুন্ডাদের বাঁচাতে পারবেন না। পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে''। 

আরও পড়ুন- দিল্লি বাহানা, আসলে ভাইপোকে বসাতে চাইছেন: মোদী

.