'বাংলাদেশ থেকে আসা বহিরাগতরাই বসিরহাটে হিংসা ছড়িয়েছিল', হাড়োয়ায় দাবি মমতার

"বাক্স বাক্স টাকা ঢুকেছে। গাড়ি করে, হেলিকপ্টারে করে টাকা আসছে। বনগাঁ, বসিরহাটের বিভিন্ন জায়গায় টাকা চলে যাচ্ছে।"

Updated By: May 11, 2019, 03:04 PM IST
'বাংলাদেশ থেকে আসা বহিরাগতরাই বসিরহাটে হিংসা ছড়িয়েছিল', হাড়োয়ায় দাবি মমতার

নিজস্ব প্রতিবেদন : অভিশপ্ত সেই সময়ের পর প্রায় একবছর পার। লোকসভা ভোটের প্রচারে এসে সেই ইস্যুকেই হাতিয়ার করলেন তৃণমূল নেত্রী। তোপ দাগলেন, ২০১৭ বসিরহাটের বাদুড়িয়ায় হিংসার পিছনে রয়েছেন বহিরাগতরা। বাংলাদেশ থেকে লোকেরা এসে হিংসা, অশান্তি বাঁধিয়েছিল বসিরহাটে। এদিন হাড়োয়ায় নির্বাচনী প্রচারে এসে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক স্কুল কিশোরের ফেসবুক পোস্টকে ঘিরে ২০১৭-র জুলাইতে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের বাদুড়িয়া। ব্যাপক অশান্তি ছড়ায়। সেইসময়ও স্থানীয়রা অভিযোগ করেছিলেন, অশান্তির পিছনে বহিরাগতদের হাত রয়েছে। এদিন সেই অভিযোগকেই নিজে মুখে স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন হাড়োয়ার সভা থেকে মোদীকে নিশানা করে কড়া আক্রমণ করেন মমতা। বলেন, "দাঙ্গা করেই হাতেখড়ি নরেন্দ্র মোদীর।" অটল বিহারী বাজপেয়ী ধর্ম শেখার কথা বলেছিলেন। কিন্তু মোদীরা ধর্মকে হাতিয়ার করে হিংসা ছড়াচ্ছেন বলে তোপ দাগেন তিনি। তিনি অভিযোগ করেন, ভোটে অশান্তি ছড়াতে বাইরের রাজ্য থেকে লোক এনে লুকিয়ে রাখছে বিজেপি।

আরও পড়ুন, ঝলসে দেওয়া গরম-তাপপ্রবাহের মধ্যেই রবিবার ভোট, নাভিশ্বাস ভোটকর্মীদের, কমিশনের বিশেষ ব্যবস্থা

ভোট কিনতে বিজেপি নেতারা টাকার থলে নিয়ে ঘুরছেন বলেও হাড়োয়ায় ফের দাবি করেন তৃণমূল নেত্রী। বলেন, "বাক্স বাক্স টাকা ঢুকেছে। গাড়ি করে, হেলিকপ্টারে করে টাকা আসছে। বনগাঁ, বসিরহাটের বিভিন্ন জায়গায় টাকা চলে যাচ্ছে।"

.