কাদের জন্য গদা, তরোয়াল ব্যবহার করা হবে? রামনবমীর মিছিলে স্পষ্ট করলেন দিলীপ ঘোষ

এদিন দিলীপ ঘোষকে ত্রিশূল হাতে তুলে নিতেও দেখা যায়।

Updated By: Apr 13, 2019, 07:49 PM IST
কাদের জন্য গদা, তরোয়াল ব্যবহার করা হবে? রামনবমীর মিছিলে স্পষ্ট করলেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন : "যাঁরা হিংসার প্লাবন বইয়ে দিচ্ছে। রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। অধিকার নষ্ট করছে। তাঁদের জন্যই ব্যবহার করা হবে গদা, তরোয়াল।" মেদিনীপুর শহরে রামনবমীর বাইক মিছিলে যোগ দিয়ে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি রামকে নিয়ে রাজনীতি যে চলবেই, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, "আল্লাহকে নিয়ে রাজনীতি কেন করা হচ্ছে? এটা রামের রাজত্ব। বিজেপি মাথা উঁচু করে ধর্ম নিয়ে রাজনীতি করে। বাকিরা সবাই চোর।" মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার বিকালে রামনবমীকে উপলক্ষ করে মেদিনীপুর শহরে এক বিশাল বাইক মিছিলের আয়োজন করে বিজেপি।

আরও পড়ুন, 'রাষ্ট্রপতি রামভক্ত', রাহুলের শোভাযাত্রায় ট্যাবলোর ছবি ঘিরে বিতর্ক

প্রায় ৬ হাজার বাইকের মিছিল করে শক্তি প্রদর্শন করে বিজেপি নেতৃত্ব। এদিন মিছিলে হুড খোলা জিপে করে করে যেতে দেখা যায় দিলীপ ঘোষকে। পাশাপাশি, এদিন দিলীপ ঘোষকে ত্রিশূল হাতে তুলে নিতেও দেখা যায়। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, এই ঘটনায় আদর্শ নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। অবিলম্বে এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তারা। 

.