তৃণমূলের দেওয়াল লিখনে বিজেপিকে 'খুনের হুমকি'!
বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের দেওয়াল লিখন নিয়ে বিরোধ চরমে উঠল।
নিজস্ব প্রতিবেদন : ময়ূরেশ্বরে তৃণমূলের দেওয়াল লিখনে বিজেপিকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগে কমিশনে নালিশ জানাল বিজেপি। অন্যদিকে, তৃণমূলের পাল্টা অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি-ই কুরুচিকর ছড়া লিখে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করছে। এমকি সেই দেওয়াল মুছতে গেলে তৃণমূলকে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
এবার শুরু হয়ে গেল দেওয়াল নিয়েও দ্বন্দ্ব। বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের দেওয়াল লিখন নিয়ে বিরোধ চরমে উঠল। দেওয়াল লিখনে খুনের অভিযোগ তুলে রবিবারই কমিশনে নালিশ জানায় বিজেপি। কমিশনে নালিশ হতেই সোমবার ওই দেওয়াল মুছতে যায় তৃণমূল। বিজেপি বাধা দেয় বলে অভিযোগ। এরপরই দুপক্ষের কর্মীদের মধ্যে ঝামেলা বেধে যায়। চরমে ওঠে উত্তেজনা।
আরও পড়ুন, বিপাকে 'কেষ্টদা'! অনুব্রতর বিরুদ্ধে তদন্তে কমিশন
তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর দেওয়ালে বিজেপিই কুরুচিকর ছড়া লিখেছে। তৃণমূলের এই অভিযোগে বিজেপি অবশ্য দমতে নারাজ। তাদের অভিযোগ, একাজ তৃণমূলেরই। ভোট যত এগিয়ে আসছে, উত্তেজনার পারদ ততই চড়ছে। আরও পড়ুন, 'দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরে লেনদেন! ৩০০ কোটির দুর্নীতি অর্জুনের'