অনুব্রতকে চতুর্থবার শোকজ করল নির্বাচন কমিশন
নকুল দানা খাওয়ানোর মন্তব্য করে ইতিমধ্যেই বিতর্কে অনুব্রত।
নিজস্ব প্রতিবেদন: বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে চতুর্থবারের জন্য সতর্ক করল নির্বাচন কমিশন। চলতি ভোটপর্বে তাঁকে চতুর্থবার শোক নোটিস পাঠানো হল।
নির্বাচন পর্ব শুরু হওয়ার পর বিরোধীদের নকুল দানা খাওয়ানোর কথা বলে আসছেন অনুব্রত। নির্বাচন কমিশন সতর্ক করার পরও শোধরাননি। একাধিক বার বিতর্কিত মন্তব্য করে চলেছেন অনুব্রত। শোকজের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডল সাফাই দিয়েছিলেন, "বাংলা ভাষায় একই শব্দের নানা অর্থ। পুজোয় ব্যবহার করা নকুলদানার কথা এখানে বলা হয়েছে। কারও নাম উল্লেখ করা হয়নি।"
চতুর্থবার সতর্কবার্তা পাঠানোর কথা অস্বীকার করেছেন অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, এখনও কোনও চিঠি পাননি।
আরও পড়ুন- অভাব না কৌশল? দিলীপের বাড়িতে যজ্ঞ করতে আসা পুরোহিত বিজেপির প্রার্থী!
প্রতিটি নির্বাচন আসলেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে চলে আসেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কখনও বিরোধীদের উদ্দেশে চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেন, কখনও আবার বাড়িতে উন্নয়ন পাঠিয়ে দেওয়ার নিদান দেন। আর গত বিধানসভা নির্বাচনে অনুব্রত গুড়-বাতাসার কথাই বা কীভাবে ভোলা যায়। নির্বাচন কমিশন প্রতিবারই সতর্ক করে অনুব্রতকে। কিন্তু অনুব্রত আছেন অনুব্রতেই।