Abhishek Banerjee: 'যে কাগজে মুড়িয়ে টাকা নিল তার হাত ধরে বিচারকদা বিজেপিতে এল', জাস্টিস গাঙ্গুলিকে আক্রমণ অভিষেকের
Abhijit Ganguly: সভায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যে কাগজে মুড়িয়ে টাকা নিল তার হাত ধরে বিচারকদা বিজেপিতে এল। প্রসঙ্গত, জাস্টিস থাকাকালীন অভিষেককে চাঁছাছোলা ভাষায় বেনজির আক্রমণ করেছেন অভিজিত গঙ্গোপাধ্যায়।
নারায়ণ সিংহ রায়: এদিন জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ্ম শিবিরকে আক্রমণ করে চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ বলে। তিনি বলেন, 'যারা ধর্মের নামে ভোট চায় তাদের ভোট দেবেন? যখন চাষীরা জল পাইনি আপনি একটা কথাও বলেননি। সবথেকে দুর্নীতিবাজদের পাশে বসে আপনি বলছেন মোদীজির গ্যারান্টি।আপনি ১০০ দিনের টাকা আটকে রেখেছেন। বাংলার মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে।বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে কি করবেন?'
আরও পড়ুন, Sujata Mandal: মমতা সারদা, প্রাক্তন স্বামী সৌমিত্র অসুর! প্রচারে বেলাগাম সুজাতা...
এমনকী ভরা সভায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যে কাগজে মুড়িয়ে টাকা নিল তার হাত ধরে বিচারকদা বিজেপিতে এল। প্রসঙ্গত, জাস্টিস থাকাকালীন অভিষেককে চাঁছাছোলা ভাষায় বেনজির আক্রমণ করেছেন অভিজিত গঙ্গোপাধ্যায়। কখনও তালপাতার সেপাই তো কখনও মামা-মাসির কোলে চেপে নেতা হওয়ার প্রসঙ্গ, বারবার কটাক্ষ করেছেন তিনি।
উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠির সূত্রে ধরে অভিষেককে আদালতে তলব পর্যন্ত করেন তিনি। সুপ্রিম কোর্টে সুরক্ষা কবজ নেন অভিষেক। পরে অবশ্য তা সরিয়ে নেওয়া হয়। এরপর জল অনেক দূরই গড়িয়েছে। শেষপর্যন্ত বিচারপতির মেয়াদ শেষ হওয়ার ৫ মাস আগে ইস্তফা দেন অভিজিত বন্দ্যোপাধ্য়ায়। এমনকী ততক্ষণাত যোগ দেন বিজেপিতে। শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে তমলুক থেকে লড়তে পারেন পদত্যাগী বিচারপতি।
আরও ুপড়ুন, Abhishek Banerjee: 'বাংলাকে ভাতে মারার চেষ্টা', বকেয়া ইস্যুতে ফের BJP-কে চ্যালেঞ্জ অভিষেকের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)