শালবনিতে ভোট পরবর্তী সন্ত্রাস, অস্ত্র নিয়ে হামলা তৃণমূল কর্মীদের ওপর
শালবনির মুসিনা গ্রামে তৃণমূল কর্মীদের ওপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
Updated By: May 13, 2019, 10:22 AM IST
নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা পশ্চিম মেদিনীপুরে। শালবনির মুসিনা গ্রামে তৃণমূল কর্মীদের ওপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
রবিবার ভোটপর্ব মেটার পর শালবনির মুসিনা গ্রামের ২৯০ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিশ্রাম করছিলেন। অভিযোগ সেই সময় প্রায় ৫০জন বাইকে করে এসে অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
গুরুতর আহত হন ৫ তৃণমূল কংগ্রেস কর্মী । চাঁন্দু মণ্ডল-সহ বেশ কয়েকজনকে শালবনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।