''বাংলায় পরিবর্তনের সূচনা হয়েছে, ১০টার একটাও পাবে না তৃণমূল''
তিনি বলেন, ''বাংলায় পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছে। ১০টি আসনের একটিও পাবে না তৃণমূল।''
নিজস্ব প্রতিবেদন: ''যে ১০টি আসনে ভোট হয়েছে, তার একটিও পাবে না তৃণমূল।'' সাংবাদিক বৈঠকে তৃণমূলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
তিনি বলেন, ''বাংলায় পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছে। ১০টি আসনের একটিও পাবে না তৃণমূল।'' মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কটাক্ষ, ''তৃণমূল আজ সমাজ থেকে বিচ্ছিন্ন। মমতার সভায় লোক হচ্ছে না। তাই তিনি হতাশ।'' তাঁর আরও কটাক্ষ, ''সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় আলপটকা মন্তব্য করছেন।''
মুকুল-পুত্র শুভ্রাংশু কি এবার বিজেপিতে? অর্জুন সিংয়ের মন্তব্য নয়া জল্পনা
দিলীপের কথায়, ''সমাজ যে ভাষায় কথা বোঝে, আমি সেই ভাষাতেই কথা বলতে ভালোবাসি।'' প্রত্যয়ী দিলীপ এদিন আবারও বলেন, বাংলায় ২৩ টি আসন পাবে বিজেপি।
এদিনের সাংবাদিক বৈঠক থেকে তিনি প্রশ্ন ছোড়েন, ''মুখ্যমন্ত্রী যে এত উন্নয়নের কথা বলছেন, তা বাজারে কীভাবে এত মোদী হাওয়া? আসলে এবার উনি নিজেই বুঝেছেন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূল থেকে।''