যাদবপুরের বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ
ভাঙড় ১পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম অভিযোগ করেন, বাড়িতে না থাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেন এবং ভোট পরবর্তী সময়ে দেখে নেওয়ার কথাও বলেন।
নিজস্ব প্রতিবেদন: যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক তৃণমূল নেতা।
ভাঙড় ১পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম অভিযোগ করেন, বাড়িতে না থাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেন এবং ভোট পরবর্তী সময়ে দেখে নেওয়ার কথাও বলেন। নজরুল ইসলাম সোমবার রাতে ভাঙড় থানায় অভিযোগ করেন।
শ্রীরামপুরে ভোট দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ যুবক, বনগাঁয় 'আক্রান্ত' বিজেপি কর্মীরা
প্রসঙ্গত, ৪ মে দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ায়, প্রাণগঞ্জ পঞ্চায়েতের মরিচা গ্রামে বিকাশবাবু নজরুল ইসলামের বাড়িতে যান। বাড়িতে তাঁকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সিপিএমের দলীয় পতাকা যাতে খোলা না হয়, তা জানিয়ে আসেন। পাশাপাশি যার জেরে এদিন নজরুল ইসলাম ভাঙড় থানায় লিখিত অভিযোগ করেন।