পুরুলিয়ায় মোদীর সভাস্থলে চূড়ান্ত বিশৃঙ্খলা, পুলিস লক্ষ্য করে জলের বোতল, চেয়ার ছুড়ছেন কর্মীরা

পুলিসকে লক্ষ্য করেও ছোড়া হয় জলের বোতল।

Updated By: May 9, 2019, 11:45 AM IST
 পুরুলিয়ায় মোদীর সভাস্থলে চূড়ান্ত বিশৃঙ্খলা, পুলিস লক্ষ্য করে জলের বোতল, চেয়ার ছুড়ছেন কর্মীরা

নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়ায় মোদীর জনসভায় চরম বিশৃঙ্খলা। কর্মী সর্থকদের মধ্যে চেয়ার, জলের বোতল ছোড়াছুড়ি। ঠেলাঠেলিতে আহত হয়েছেন কয়েকজন কর্মী সমর্থক। পুলিসকে লক্ষ্য করেও ছোড়া হয় জলের বোতল। 

 

বাঁকুড়ার পর বৃহস্পতিবার পুরুলিয়ায় সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর কিছুক্ষণের মধ্যেই সভা শুরু হওয়ার কথা। পুরুলিয়াতে এই মুহূর্তে ৪০ডিগ্রি তাপমাত্রা। প্রখর রোদের মধ্যেই হাজির হয়েছেন কর্মী সমর্থকরা। সভাস্থলে কর্মী সমর্থকদের জন্য একটি ছাউনির ব্যবস্থা করা হয়েছে। সেখানে বেশ কিছু চেয়ারও রাখা হয়েছিল কর্মী সমর্থকদের বসার জন্য। 

''ভয়ে থাপ্পড়ের গালি দিচ্ছেন দিদি, অভিধানের সব গালি হজমের ক্ষমতা আছে'', বাঁকুড়ার চ্যালেঞ্জ মোদীর
সভায় উপস্থিত সকল কর্মী সমর্থকরাই ছাউনির নীচে আসার চেষ্টা করেন। তা নিয়েই শুরু হয় বিশৃঙ্খলা। কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। 
সকলে জলের বোতল, চেয়ার ছোড়াছুড়ি করতে থাকেন। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জনতা আরও ক্ষেপে যায়। পুলিসকে লক্ষ্য করেও চলতে থাকে ছোড়াছুড়ি। এই মুহূর্তে পুরুলিয়ায় মোদীর সভাস্থলে চূড়ান্ত বিশৃঙ্খলা। 

 

.