ভোটের আগের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহার গেলেন দুবে

প্রথম দফায় দুটি আসনে ভোটগ্রহণে মোতায়েন করা হচ্ছে ৮৩ কোম্পানি আধা সেনা। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ৭৯ কোম্পানি বাহিনী। বুধবার আরও ৪ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে।  

Updated By: Apr 10, 2019, 09:13 AM IST
ভোটের আগের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহার গেলেন দুবে

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে প্রথম দফা নির্বাচনের একদিন আগে  আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহারে গেলেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। সকাল ৯টা০৫ মিনিটে এয়ার এশিয়ার বিমানে বাগডোগরা যাচ্ছেন তিনি।  সেখানে জেলাশাসক ও উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন। এদিন বিকালের বিমানেই ফিরে আসবেন তিনি। 
বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট। দুই কেন্দ্রে বুথের সংখ্যা ৩৮৪৪টি। তার মধ্যে ৫০-৬০শতাংশ বুথ স্পর্শকাতর। প্রত্যেকটি স্পর্শকাতর বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। তাছাড়াও সব বুথে থাকছে সশস্ত্র বাহিনী। 

 

প্রথম দফায় দুটি আসনে ভোটগ্রহণে মোতায়েন করা হচ্ছে ৮৩ কোম্পানি আধা সেনা। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ৭৯ কোম্পানি বাহিনী। বুধবার আরও ৪ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। 

কোচবিহারে SP বদলে ক্ষুব্ধ তৃণমূল, দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ ডেরেকরা

এর মধ্যে দুই কেন্দ্রের ৫০-৬০ শতাংশ বুথ থাকছে স্পর্শকাতর কেন্দ্রে। সেখানে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। মোবাইল পেট্রোলিং ব্যবস্থাও করা হবে। সেই দায়িত্ব থাকছে কেন্দ্রীয় বাহিনীর কাঁধে।  
ভোটের একদিন আগে চূড়ান্ত প্রস্তুতি দুই কেন্দ্রে। ইতিমধ্যেই ভোট কর্মীরা DCRC-তে আসতে শুরু করেছেন। 

.