বালুরঘাটে এবার ত্রিমুখী লড়াই, নজর ভোট ভাগাভাগির অঙ্কে
জেনে নিন প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত
নিজস্ব প্রতিবেদন: বালুরঘাটে এবার ত্রিমুখী লড়াই। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। লড়াইয়ের ময়দানে রয়েছেন কারা? জেনে নিন প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত।
অর্পিতা ঘোষ, তৃণমৃল কংগ্রেস
বয়স-৫২ বছর
ঠিকানা-ফ্ল্যাট নম্বর ১এফ, মোহন কুঞ্জ, প্রথম তল, বেহালা, কলকাতা-৩৪
আয়-৬,৬৪,১২৭ টাকা(২০১৭-১৮)
অপরাধ-কোনও মামলা নেই
হাতে নগদ-৯২,০৮৯ টাকা
অস্থাবর সম্পত্তি-২৮,২৪,৭২৮ টাকার
স্থাবর সম্পত্তি-নেই
ঋণ-নেই
শিক্ষা-স্নাতক
পেশা-স্বনির্ভর
সুকান্ত মজুমদার, বিজেপি
বয়স- ৩৯ বছর
ঠিকানা-খাদিমপুর মাস্টারপাড়, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
আয়-গত পাঁচ বছরে আয় ২১,৩২,১১০
স্ত্রীর আয়-১৩,১৫,১০০
অপরাধ-কোনও মামলা নেই।
হাতে নগদ-৩৫,০০০, স্ত্রী হাতে-১৫০০০
অস্থাবর সম্পত্তি- ৯,৩৩,৯৩৮ টাকার, স্ত্রী-১৩,৩৪,৯২৮ টাকার
স্থাবর সম্পত্তি-১৭,২২,৫০০ টাকা, স্ত্রী-১৭,২২,৫০০ টাকার।
ঋণ-১০,৮৪,০৮৫, স্ত্রী-১০৮৪০৮৫
শিক্ষা-এমএসসি, স্ত্রী-
পেশা-অধ্যাপক, স্ত্রী-শিক্ষিকা
রণেন বর্মন, আরএসপি
বয়স-৫০
ঠিকানা-হরিবংশীপুর, দক্ষিণ দিনাজপুর
আয়-৪,০৬,৪৫৬ টাকা।
স্ত্রীর আয়-নেই
অপরাধ-নেই
হাতে নগদ-নিজ-৩০,০০০ টাকা, স্ত্রীর-৩০০০
অস্থাবর সম্পত্তি-৩,৭৪,৮৩৭ টাকার, স্ত্রীর-৪,০৭,৪১৭ টাকার
স্থাবর সম্পত্তি-৩,৫০,০০০ টাকার, স্ত্রীর-১,৭৭,৪৩১ টাকার
ঋণ-নেই
শিক্ষা-মাধ্যমিক
পেশা-চাষবাস
আব্দুস সাদেক সরকার, কংগ্রেস
বয়স-৪০
ঠিকানা-ফুলবাড়ি, দক্ষিণ দিনাজপুর
আয়-৭,৬০,৪৩৯(২০১৭-১৮)
স্ত্রীর আয়-৪,৯৬,৫১৬(২০১৭-১৮)
অপরাধ-নেই
হাতে নগদ-৩৫,০০০. স্ত্রী-২৫,০০০
অস্থাবর সম্পত্তি-২,৩১,০০০ টাকার, স্ত্রীর-১০,৪৩,০০০ টাকার
স্থাবর সম্পত্তি-৬,০০০০০, স্ত্রীর-১২০০০০০
ঋণ-৩৬,৫৯০০০
শিক্ষা-এমবিবিএস
পেশা-ব্যবসা