Lok Sabha Election 2024: শ্রীরামপুরে CPIM-ISF জোটে ধাক্কা! বাম নেত্রী দীপ্সিতার বিপক্ষে দাঁড়াচ্ছে নওশাদের প্রার্থী

Dipsita Dhar: শ্রীরামপুরে আসন সমঝোতা হল না! জোট বার্তা দিয়েও আটটি লোকসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করলো আইএসএফ। এদিন প্রচারে বেরিয়ে সেই প্রসঙ্গে বাম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, 'আসন সমঝোতা কেন্দ্রীয় কমিটির রাজ্য কমিটি মিলে করছে।'

Updated By: Mar 22, 2024, 01:58 PM IST
Lok Sabha Election 2024: শ্রীরামপুরে CPIM-ISF জোটে ধাক্কা! বাম নেত্রী দীপ্সিতার বিপক্ষে দাঁড়াচ্ছে নওশাদের প্রার্থী
ফোটো- ফেসবুক

বিধান সরকার: শ্রীরামপুরে বাম-আইএসএফ সমঝোতা ধাক্কা খেয়েছে। শ্রীরামপুর কেন্দ্রের জন্য আগেই সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর এর নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। বৃহস্পতিবার আইএস এফ শ্রীরামপুরের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। জোট অথবা আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বাম আইএসএফ রফা যে হচ্ছে না তা স্পষ্ট। এদিন প্রচারে বেরিয়ে সেই প্রসঙ্গে বাম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, 'আসন সমঝোতা কেন্দ্রীয় কমিটির রাজ্য কমিটি মিলে করছে। আমরা আশা করব শ্রীরামপুরের বুকে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হবে।'

আরও পড়ুন, ED Raid: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আরও এক মন্ত্রীর বাড়িতে ইডি হানা, তল্লাশি কলকাতার ৫ জায়গাতেও

দীপ্সিতা আরও বলেন, 'আমরা এখনও আশাবাদী। আমরা পরিষ্কার বলছি এটা তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই। তৃণমূল বিরোধী সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, একসঙ্গে আসুন সে যে কোনও রাজনৈতিক দলের হতে পারে। কংগ্রেসের হতে পারেন, আইএসএফের হতে পারেন, এই লড়াইয়ে কোথাও আমাদের আলাদা হওয়ার জায়গা নেই। আমাদের আবেদন থাকবে সবার একসঙ্গে লড়াই করা।' 

শুক্রবার সকালে চাঁপদানী বিধানসভার শ্রমিক মহল্লায় প্রচার করেন শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধর। প্রথমে আ্যঙ্গাস জুটমিলের শ্রমিকদের নিয়ে সভা করেন দীপ্সিতা। তারপর সেখান থেকেই শ্রমিক মহল্লায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। জুট মিল শ্রমিকরা শোষিত হচ্ছেন তাদের জন্য কেন্দ্র অথবা রাজ্য সরকার ভাবে না। এনিয়ে বক্তব্যও রাখেন। দীপ্সিতার কথায়, তার বাবা শ্রমিক ছিলেন,ট্রেড ইউনিয়ন করতেন তাই শ্রমিকরা তার পরিবার তাদের কষ্ট তিনি বোঝেন। সাংসদ নির্বাচিত হলে সংসদে গিয়ে তাদের জন্য লড়াই করবেন।

প্রসঙ্গত, শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর প্রচার শুরু করে দিয়েছেন। সেই শ্রীরামপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ায় জোটে জট তৈরি হল বলে মনে করছে রাজনৈতিক মহল। নওশাদের যুক্তি আইএসএফ-এর জন্ম হয়েছে ফুরফুরা থেকে। সেই ফুরফুরা শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে পড়ে। এছাড়াও শ্রীরামপুরের লোকসভার চন্ডীতলা, জাঙ্গিপাড়া, ডোমজুড়, জগৎবল্লভপুরের মত অনেক জায়গায় আইএসএফ-এর শক্তি আছে। 

আরও পড়ুন, Baruipur: বারুইপুরেও বেআইনি নির্মাণ! পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ টাকা নেওয়ার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.