Amit Shah | Lok Sabha Election 2024: বাংলায় ভোট প্রচারে প্রথম এসেই একধাক্কায় টার্গেট কমালেন শাহ! হঠাৎ?
সভা থেকে জনতার উদ্দেশ্যে তাঁর বার্তা যেন তাঁরা নির্বাচনের দিন সকালে স্নান করে শিব পুজো করে বিজেপিকে ভোট দিতে যান। অমিত শাহ জানিয়েছেন যে ২০১৪-র তুলনায় ২০১৯-এ বেশি আসন পেয়েছিল বিজেপি। সেইরকমই আসন্ন নির্বাচনে বিজেপি-কে ৩০ আসন জেতানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে প্রথমবার পশ্চিমবঙ্গে এলেন বিজেপি নেতা অমিত শাহ। বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রচারে বালুরঘাটে সভা করলেন তিনি। সভা থেকে সরাসরি রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শাণিয়েছেন তিনি।
সাম্প্রতিক অতীতে বিজেপি-র সভায় আসা সমর্থকদের সংখ্যা নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে শাসকদলের মুখে। এবার যেন সভামঞ্চ থেকেই কটাক্ষেরই জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জনসমাগমে খুশি শাহ বলেন, ‘আপনার ভোটের ফল তো এখানেই হয়ে গেল!’
সভা থেকে জনতার উদ্দেশ্যে তাঁর বার্তা যেন তাঁরা নির্বাচনের দিন সকালে স্নান করে শিব পুজো করে বিজেপিকে ভোট দিতে যান। অমিত শাহ জানিয়েছেন যে ২০১৪-র তুলনায় ২০১৯-এ বেশি আসন পেয়েছিল বিজেপি। সেইরকমই আসন্ন নির্বাচনে বিজেপি-কে ৩০ আসন জেতানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Malbazar: এক দৌড়ে কেদারনাথের মন্দিরে! কী বার্তা দিতে দ্বারোদ্ঘাটনের আগেই পৌঁছবেন উত্তরাখণ্ড?
বাংলায় বার বার অনুপ্রবেশ সমস্যার কথা তুলেছে বিজেপি। অমিত শাহ সভা থেকে দাবি করেছেন বাংলা থেকে বিজেপি ৩০ আসন পেলেই বেআইনি অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে এই রাজ্যে। তাঁর দাবি অসমে বিজেপি সরকার রয়েছে বলে সেখানে অনুপ্রবেশ বন্ধ হয়েছে।
কিছুদিন আগেই উত্তরবঙ্গের সভা থেকে সিএএ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন যে তিনি থাকতে সিএএ চালু করতে দেবেন না এই রাজ্যে। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। তিনি দাবি করেছেন যে সিএএ প্রসঙ্গে ‘ভয় দেখাচ্ছেন মমতা দিদি’। সভা থেকে তিনি বলেছেন, ‘হাতজোড় করে বাংলার জনতাকে বলতে চাই, মমতা দিদি বাংলার লোকেদের বোকা বানাচ্ছেন। আমি বলতে চাই, ভয় না পেয়ে যত শরণার্থী এসেছেন, তাঁরা যেন নাগরিকত্বের আবেদন করেন। কারও নাম বাদ যাবে না।’
আরও পড়ুন: Canning Incident: মেয়েকে ডিভোর্স দেওয়ায় জামাইকে বেদম পিটিয়ে হাসপাতালে পাঠাল শ্বশুর
এর পাশাপাশি সন্দেশখালি এবং ভূপতিনগর প্রসঙ্গেও সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। সন্দেশখালি প্রসঙ্গে তাঁর প্রশ্ন, ‘মমতা দিদি আপনাকে বলতে চাই, সন্দেশখালিতেও আপনি নোংরা রাজনীতি করছেন, আমি আপনাকে জিজ্ঞেশ করতে চাই আপনি কেন দোষীদের বাঁচাচ্ছেন?’
ভূপতিনগর প্রসঙ্গে তাঁর দাবি, ‘মমতা বোম ব্লাস্টকারিদের বাঁচানোর চেষ্টা করছে, আমরা তা হতে দেব না।’
বালুরঘাট থেকে অমিত শাহর বক্তব্য, ‘তৃণমুলকে জেতানো মানে সন্ত্রাসকে জেতানো। তাই বিজেপিকে জিতিয়ে সন্ত্রাস মুক্ত করুন। আমি বলি এমন ইভিএম টিপবেন যেন মমতার গায়ে গিয়ে লাগে’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)