Jalpaiguri Protest: আলুর বন্ড নিয়ে স্বজন পোষণ! বিক্ষোভ দেখালেন এলাকাবাসী

অপরদিকে, আলুর বন্ডের কালোবাজারি অভিযোগ তুলে জেলা শাসক দফতরে স্মারকলিপি দিয়েছে জেলা কিষাণ কংগ্রেস। টাকা দিলেই বন্ড পাওয়া যাবে, টাকা না দিলেই বন্ড পাওয়া যাবে না। এমনই অভিযোগ তুলে জেলা শাসকের দফতরে স্মারকলিপি দিয়েছেন জেলা  কিষাণ কংগ্রেস।

Updated By: Mar 15, 2023, 11:27 AM IST
Jalpaiguri Protest: আলুর বন্ড নিয়ে স্বজন পোষণ! বিক্ষোভ দেখালেন এলাকাবাসী
নিজস্ব চিত্র

প্রদ্যুৎ দাস:  আলুর বন্ড নিয়ে স্বজন পোষণের অভিযোগ জলপাইগুড়ি সদর ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলে। এলাকাবাসী অঞ্চল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। জানা যায় ফর্ম জমা দেওয়ার সময় লিস্টে নম্বর প্রথমে থাকলেও বন্ড নিতে এসে দেখতে পারেন তাদের লিস্টে নামই নেই। তাই তাঁরা পাচ্ছে না আলুর বন্ড। এর ফলে চরম হয়রানীর অভিযোগ আলু চাষিদের।

এই বন্ড নিয়ে স্বজনপোষণ অভিযোগ উঠেছে। এই বিষয়ে এক আলুচাষী জানান, তার কেসিসি-ও রয়েছে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন এবং টোকানও নিয়েছিলেন। কিন্তু তারপরেও লিস্টে তাঁর নাম নেই বলে অভিযোগ করেছেন তিনি। এই বিষয়ে মঙ্গলবার  অঞ্চল প্রধান জানান, ‘অনেকের নাম বাদ গিয়েছে তাড়াহুড়োতে। এই কাজ এজেন্সিকে দিয়েছিলেন। সেই এজেন্সি হয়তো কিছু ভুল করেছে’। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান।

আরও পড়ুন: তুলে নিয়ে গিয়ে আদিবাসী যুবতীকে গণধর্ষণ শান্তিনিকেতনে! নাম জড়াল নামকরা রিসর্টের

অপরদিকে, আলুর বন্ডের কালোবাজারি অভিযোগ তুলে জেলা শাসক দফতরে স্মারকলিপি দিয়েছে জেলা কিষাণ কংগ্রেস। টাকা দিলেই বন্ড পাওয়া যাবে, টাকা না দিলেই বন্ড পাওয়া যাবে না। এমনই অভিযোগ তুলে জেলা শাসকের দফতরে স্মারকলিপি দিয়েছেন জেলা  কিষাণ কংগ্রেস।

আরও পড়ুন: Cow Smuggling: 'সব জানেন মণীশবাবু', অনুব্রতকে চেপে ধরতে মেয়ে সুকন্যাকে দিল্লি তলব ইডির

কিষাণ কংগ্রেসের একটি প্রতিনিধি দল আলুর কালোবাজারী রুখতে জেলা শাসকের দফতরে স্মারকলিপি জমা করেন। মূলত তাদের দাবি আসল কৃষক দের আলুর বন্ড দিতে হবে। বন্ড নিয়ে কোনও ধরনের কালোবাজারী করা চলবেনা। এই দিনের স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির অসীম সরকার, চন্দন কুমার ঘোষ সহ অন্যান্যরা।

এই বিষয়ে জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান অসীম সরকার বলেন আলুর কালোবাজারী বন্ধ না হলে দুই একদিনে বড় ধরনের আন্দোলনে তারা নামবেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.