লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ধৃত প্রতারক
কম সুদে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার চেষ্টা। চুঁচুড়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হাতেনাতে ধরা পড়ে গেল প্রতারক। পুলিস ও ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, প্রতারকের নাম সন্টু হালদার। বাড়ি দাদপুর থানার পোলবা এলাকায়।
নিজস্ব প্রতিবেদন: কম সুদে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার চেষ্টা। চুঁচুড়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হাতেনাতে ধরা পড়ে গেল প্রতারক। পুলিস ও ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, প্রতারকের নাম সন্টু হালদার। বাড়ি দাদপুর থানার পোলবা এলাকায়। অভিযোগ, সন্টু কম সুদে লোন পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে কাগজপত্র ও দুটি ব্ল্যাঙ্ক চেক আদায় করে নেয়। ব্ল্যাঙ্ক চেকে সই জাল করে টাকা তুলতে গেলে সন্দেহ হয় ব্যাঙ্ক ম্যানেজারের। ব্যাঙ্ক ম্যানেজার ওই অ্যাকাউন্টের আসল মালিককে ফোন করে ডাকেন। মালিক এসে তাজ্জব বনে যান। পুলিস এসে সন্টু হালদারকে গ্রেফতার করে নিয়ে যায়।
আরও পড়ুন- অগ্নিশর্মা অনুব্রত! পুলিসকে ধমকে-চমকে আবারও শিরোনামে কেষ্ট