দুরন্ত গতিতে ঘরে ঢুকে পড়ল বালিবোঝাই লরি, গলসিতে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২ শিশু-সহ ৫

উত্তেজনা সামাল দিয়ে এলাকায় গিয়েছে বিশাল পুলিস বাহিনী। ওই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিস

Updated By: Jan 1, 2020, 10:58 AM IST
দুরন্ত গতিতে ঘরে ঢুকে পড়ল বালিবোঝাই লরি, গলসিতে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২ শিশু-সহ ৫

নিজস্ব প্রতিবেদন: বছরের প্রথম আনন্দের দিনই কেড়ে নিল ৫ তাজা প্রাণ। বালিবোঝাই লরি ঢুকে গেল রাস্তার পাশের বাড়িতে। ঘুমের মধ্যেই মৃত্যু হল ওই পাঁচজনের।

আরও পড়ুন-ভাঙা হল মুর্শিদাবাদকে, তৈরি হল ২ নতুন পুলিস জেলা

 মঙ্গলবার রাত ১টা নাগাদ বর্ধমানের গলসি থানার শিকারপুর এলাকায় ঘটেছে ওই মর্মান্তিক দুর্ঘটনা।এলাকার খাদান থেকে আসা বালিবোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে যায় একটি বাড়ির মধ্যে। ভারী লরির প্রবল ধাক্কায় ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। তাতেই চাপা পড়ে যায় ভেতরে ঘুমিয়ে থাকা ৫ জন। মৃতরা হলেন বাপি মণ্ডল ও তাঁর স্ত্রী দোলন মণ্ডল, বাপির দুই সন্তান আবীর মণ্ডল ও নন্দিনী মণ্ডল। মৃত্যু হয় সুচিত্রা মণ্ডল নামে এক মহিলার।

আরও পড়ুন-দুনিয়ার দরবারে ভারত, ২০১৯: চাঁদে বিক্রম, নোবেলে বিশ্বজয়

ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় লরিটিতে। গ্রামবাসীদের দাবি মত্ত চালকের দোষেই ওই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এলাকার মানুষের দাবি বালি খাদান বন্ধ করা হোক। উত্তেজনা সামাল দিয়ে এলাকায় গিয়েছে বিশাল পুলিস বাহিনী। ওই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিস।

.