WB Assembly Election 2021 Live : ওরা বাংলায় NPR চেয়েছিল; করতে দিইনি, দেবও না

নন্দীগ্রামে মনোনয়ন দাখিল করে জনসংযোগ করার সময়ে আঘাত পাওয়ার পর এবার ফের পূর্ব মেদিনীপুর সফরে তৃণমূল নেত্রী। জেলার নন্দীগ্রামে প্রার্থী তিনি। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। ফলে রাজ্যে বিধানসভা ভোটে এবার হটসিট নন্দীগ্রাম। আজ পূর্ব মেদিনীপুরে এগরা, পটাশপুর ও মেচেদায় সভা রয়েছে তাঁর। এখন তিনি বক্তব্য রাখছেন এগরার সভায়

Last Updated: Friday, March 19, 2021 - 14:43
WB Assembly Election 2021 Live : ওরা বাংলায় NPR চেয়েছিল; করতে দিইনি, দেবও না

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে মনোনয়ন দাখিল করে জনসংযোগ করার সময়ে আঘাত পাওয়ার পর এবার ফের পূর্ব মেদিনীপুর সফরে তৃণমূল নেত্রী। জেলার নন্দীগ্রামে প্রার্থী তিনি। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। ফলে রাজ্যে বিধানসভা ভোটে এবার হটসিট নন্দীগ্রাম। আজ পূর্ব মেদিনীপুরে এগরা, পটাশপুর ও মেচেদায় সভা রয়েছে তাঁর। এখন তিনি বক্তব্য রাখছেন এগরার সভায়

 

19 March 2021, 14:45 PM

ভোটের আগে ওরা বহিরাগত গুন্ডাদের দিয়ে ভয় দেখাবে। বুথ দখল করার চেষ্ট করবে। ভোটবাক্স পাহারা দিয়ে রাখতে হবে।

আবার ভোটে জিতে আপনাদের কাছে আসব।  

19 March 2021, 14:30 PM

বিজেপির মতো পার্টি ভোট আসলেই বলে হরি হরি। আর পেছনে ডাকাতি করে। বাংলা ওদের জায়গা নয়।

গদ্দারদের  অনেক সহ্য করেছি। ওদের এক ইঞ্চি জমি ছাড়ব না। খেলা হবে।

বিজেপিকে মাঠের বাইরে বের করে দেবেন তো?

নো ভোট টু বিজেপি।

সিপিএমকে ভোট দেওয়া মানে হার্মাদদের ভোট দেওয়া। আপনারা যদি আমায় চান তাহলে কে প্রার্থী তা দেখবেন না। আমি থাকলে সব পাবেন। 

ওরা এনপিআর চালু করার চেষ্টা করেছিল। বলেছিল ঠাকুরদার নথি আনো। এনপিআর করতে দিইনি করতে দেব না।  

19 March 2021, 14:30 PM

মনে রাখবেন বিজেপি দাঙ্গা করে, ওরা চুরি করে। এরা রেল, বিএসএনএল, এলআইসি বিক্রি করে দিচ্ছে। আপনার ব্য়াঙ্কে রাখা টাকা যদি ফেরত না পান তাহলে কী হবে! মোদীর সরকার একটা অপদার্থ, দাঙ্গাবাজের সরকার। ওদের একটা ভোটও নয়।

এত আঘাত পেয়েও আমি ঘুরছি।  আগেও সিপিএম মেরেছে। মাথায় মেরে ছাতু করে দেওয়া হয়েছিল। সেলাই হয়েছে। আমার ২ হাত ভাঙা। আমার কোমরে মেরেছে। ভোট আসছে, ভাবল মমতা ব্য়ানার্জিতে বেরোতে দেব না।  আমার পায়ে মেরে চোট করে দিল। এর থেকেও বড় আতঙ্ক হল বিজেপি যদি আসে তাহলে আমার মা-বোনরা কেউ ঘরবাড়ি নিয়ে থাকতে পারবে না। ওদের হাত থেকে বাংলাকে বাঁচতে হবে।

19 March 2021, 14:15 PM

BJP-কে জিজ্ঞাসা করুন, আপনাদের দলে মহিলারা সুরক্ষিত? মা-বোনেরা সুরক্ষিত।
হাথরসে একটি মেয়েকে ধর্ষণ করে মারল। তারপর অন্য় একটি ধর্ষণের ঘটনা ঘটল।
মেয়েটি আদালতে গেল। ফিরে যাওয়ার সময়ে গুন্ডারা তাকে তাড়া করেছে।
আগুন জ্বালিয়ে দিয়েছে। মেয়েটি মারাগেল। তার বাবা প্রতিবাদ করল। তাকেও মেরে ফেলা হল।

 

19 March 2021, 14:15 PM

রাজ্যে শিক্ষকের সংখ্যা দ্বিগুণ করা হবে।

আগে যেসব গদ্দার ছিল তারা চাকরি নিয়ে অনেক বেইমানি করেছে। আমি জানি।  এবার কাজকর্ম ডাইরেক্ট হবে। কারও মাধ্যমে হবে না।

গদ্দাররা আজ BJP-র প্রার্থী। বিজেপির পুরনো লোকেরা নেই। তারা দুঃখে আজ ঘরে বসে কাঁদছে। আর সিপিএমের যারা হার্মাদ আর তৃণমূল কংগ্রেসের কিছু চিটিংবাজ ওখানে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে।

19 March 2021, 14:00 PM

দীঘায় তৈরি হবে ল্যান্ডিং সেন্টার। জগন্নাথের মন্দির হবে।

আগে এখানে রাস্তা ছিল না। এখন দেখুন কত রাস্তা হয়েছে।

আগামী দিন রাজ্যে ২৫ লাখ মানুষের বাড়ি তৈরি করে দেওয়া হবে।

19 March 2021, 13:30 PM

কৃষকরা ৬ হাজার টাকা করে এখন পাচ্ছেন। আাগামী দিন কৃষকদের জন্য ওই টাকা ১০ হাজার করে দেওয়া হবে।

বাকীর মেয়েরা বছরে ৫ লাখ টাকার বিমা পাবেন।

মহিলাদের সাহায্য করার জন্য সব মহিলাদের ৫০০ টাকা হাত খরচা দেব।

বারো ক্লাসে উঠলেই Tab বা স্মার্টফোন কেনার জন্য পড়ুয়ারা পাবে ১০ হাজার টাকা 

19 March 2021, 13:30 PM

কৃষকদের খাজনা মকুব করা হয়েছে। আমপানের টাকা দেওয়া হয়েছে। শষ্য বিমা বিনা পয়সায় আমরা দিই।

এখানে মত্সজীবীদের কার্ড আমিই প্রথম করে দিই।