নেতাজির জন্মদিনে আমায় টিজ করেছে: Mamata

Last Updated: Monday, January 25, 2021 - 14:43
নেতাজির জন্মদিনে আমায় টিজ করেছে: Mamata

25 January 2021, 14:15 PM

* বিজেপি সিপিএম আর কংগ্রেসের মদতে এসেছে
* আমরাই সাহায্য করি, আমরাই নিশ্চিন্ত থাকুন। আমি নেতা নই, আমি কর্মী। আমি জনগণের সেবক।
* যেকোনও দুর্নীতিতে আমি প্রথম কাজ করি। 
* বিজেপির কোনও ভিডিয়ো বিশ্বাস করবেন না। ফেক ভিডিয়ো তৈরি করে। বিজেপি পার্টিটাই এখন ফেক।
* বুথ কর্মীদের বলব, ভাল করে কাজ করো।
* কৃষক আন্দোলনকে সমর্থন করে পোস্টার তৈরি করে লাগাও।
* আমাদের শপথ, আমরা বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না। 
* আমি জেলে থাকতে রাজি, বিজেপির ঘরে থাকতে রাজি নয়। 
* আমি মাথা নত করব না। আমায় যেখানে ইচ্ছে আক্রমণ করুক, অসম্মান করুন। আমার বাংলাকে অসম্মান করতে দেব না। 

25 January 2021, 14:00 PM

* ২কোটি স্কলারশিপ দেওয়া হয়েছে। তপশিলিদের দেওযা হয়েছে 
* দুয়ারে সরকারে প্রচুর  
* জুন অবধি ফ্রি রেশন। আগামী দিনেও পাবেন। 
* এরকম সরকার পাবেন না। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি না
* দিচ্ছি দেব, আমরাই ছিলাম, আমরাও থাকবে
* চোরগুলো যাচ্ছে। ওয়াসিং মেশিং-এ সাদা হয়ে যাচ্ছে। এরপর তৃণমূলে আসতে চেও না। আমরা আর নেব না। 
* যাঁরা যাঁরা লাইন দিয়ে আছেন তাড়াতাড়ি চলে যান, ওদের পায়ে গিয়ে পড়ুন।
* টাকা করেছ তাই বিজেপির কাছে পালাচ্ছে।
* হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি-বাম।
* কৃষ্ণ কষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে।
* যাঁরা মানুষের জন্য কাজ করেছে শুধু তাঁরাই টিকিট পাবেন। 

 

25 January 2021, 13:45 PM

* পরশুরায় সর্বধর্ম সহিষ্ণুতার বার্তা মমতার। পুরশুড়ায় সব ধর্মের মানুষ শান্তিতে রয়েছেন। 
* কোভিড আবহে আমরা ১ বছর কোনও কাজ করতে পারিনি।
* আগামী দিন পরশুড়া খানাকুলে আর বন্যা হবে না। বাঁধ তৈরি হবে। কাজ হচ্ছে। আগামী ২-৩ বছরের মধ্যে শেষ হবে। 
* অনেক কাজ করা হয়েছে। 
* সব মিলিয়ে ৮ বছর পেয়েছি। ৮ বছরে কী না হয়নি। 
* ১৫ লক্ষ মানুষের জন্য বৃ্দ্ধাশ্রম, ভাতা। 
* তারকেশ্বর আরামবাগ রেলপথ আমার আমলেই হয়েছে। বিষ্ণুপুর পর্যন্তও কাজ হয়ে যাবে। 
* একটা দুটো জায়গায় যাঁরা স্বাস্থ্যসাথী কার্ড নেবে না, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান, নম্বর দেওয়া রয়েছে কার্ডের পিছনে। সেখানে জানান। 

25 January 2021, 13:45 PM

পুরশুড়ায় মমতার সভায় নেট বিভ্রাট, অন্তর্ঘাতের অভিযোগ মুখ্যমন্ত্রীর। ভাষণ শুরু করেও মাঝপথে থামিয়ে দেন। প্রায় ১০ মিনিট নেট বন্ধ ছিল বলে অভিযোগ। 

25 January 2021, 13:30 PM

25 January 2021, 13:15 PM