LIVE: ভারতের স্বাধীনতা আন্দোলন ও বিশ্বভারতী একইসূত্রে গাঁথা: Modi

Last Updated: Thursday, December 24, 2020 - 11:44
LIVE: ভারতের স্বাধীনতা আন্দোলন ও বিশ্বভারতী একইসূত্রে গাঁথা: Modi

24 December 2020, 11:45 AM

* পুঁথিগত শিক্ষা নয়, মুক্ত জ্ঞানের কথাই বলেছিলেন কবিগুরু
* পৌষমেলার অনুষ্ঠান না হওয়ায় মর্মাহত।
* স্য়োশাল মাধ্যমের সাহায্যে শিল্পীদের পাশে থাকার বার্তা।
* পড়া ও শেখার ভেদাভেদ মুছে দিয়েছে বিশ্বভারতী। 

24 December 2020, 11:45 AM

 

24 December 2020, 11:30 AM

* বিশ্বভারতী দেশের পথপ্রদর্শক, একতার প্রতীক
* দেশের স্বতন্ত্রতার জন্য আত্মনির্ভরতার কথাই বলেছিলেন গুরুদেব
* কবিগুরুর বিশ্বভারতী সব ধর্মকে সম্মান করে। 
* গুরুদেবের দর্শন আত্মনির্ভর ভারতের কথা বলেছে। 
* উজ্জ্বল ভারতের কারিগর বিশ্বভারতী, আন্তর্জাতিক শিক্ষার মেলবন্ধন বিশ্বভারতী। 
* করোনার কারণএ এবার বাতিল পৌষমেলে। 

24 December 2020, 11:30 AM

কী বলছেন মোদী

* বিশ্বভারতীর শতবর্ষের যাত্রী কঠিন ছিলযবিশ্বপ্রতিষ্ঠিত বিশ্ষিট জনেদের শ্রদ্ধা প্রণাম
* গুরুদেবের কঠোর পরিশ্রমের ফসল বিশ্বভারতী।
* বিশ্বভাবতীর শতবর্ষ ভারতবর্ষের গর্ব।
* বিশ্বভারতীর বহু প্রতিভা গোটা পৃথিবীজুড়ে ছড়িয়ে।
* পড়ুয়ারা গুরুদেবের প্রাণ ছিলেন।
* তাঁদের জন্যই এই প্রতিষ্ঠাব বিশ্ববন্দিত।
* বিশ্বভারতীর ভাবনা গোটা বিশ্বকে প্রভাবিত করেছে।
* গুরুদেবের চিন্তা ও দর্শনের বিকাশ ঘটেছে। 
* এই প্রতিষ্ঠান দেশকে শক্তি জুগিয়েছে।
* ভারতের স্বাধীনতা আন্দোলন ও বিশ্বভারচতী একসূত্রে গাঁথা।
* রামকৃষ্ণ পরমহংসের জন্যই ভারত স্বামী বিবেকান্ত পেয়েছে।

24 December 2020, 11:30 AM

আজ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। এ বছর শতবর্ষ উৎযাপন করবে বিশ্বভারতী। প্রতিবছর ৮ পৌষ প্রতিষ্ঠা দিবস পালন হয় বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়াও, ভিডিয়ো কনফারেন্সে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রেখেছেন থাকবেন রাজ্যপাল।