Live Updates: অনেক ভুল নীতি থাকলেও বামফ্রন্ট কাজ করেছে: Suvendu

Last Updated: Thursday, January 7, 2021 - 18:40
Live Updates: অনেক ভুল নীতি থাকলেও বামফ্রন্ট কাজ করেছে: Suvendu

7 January 2021, 18:00 PM

কাল মহা সমাবেশ, এক নেত্রী বলেছিলেন আসব, এখন পগারপার। অর্জুনের ছেলের কাছে ভোটে হেরেছেন, আবার বড় বড় কথা। লালগড়ে একজন নেশা করে বসে থাকেন, তাঁকে পাঠিয়েছেন।

7 January 2021, 17:45 PM

অনেক নীতি ভুল থাকলেও বামফ্রন্ট কাজ করেছে। সাড়ে ৯ বছরে কী কাজ করেছেন? যাঁরা ক্রীতদাস তাঁরা থাকবেন, যাঁদের আত্মসম্মান আছে তাঁরা থাকবেন না।’

7 January 2021, 17:45 PM

পূর্ব মেদিনীপুরে ১৬-০ করব। পদ্মফুল ফুটবে। সব বিদায়ী কাউন্সিলরকে দলে নেবেন না। 

7 January 2021, 17:45 PM

বেকারদের সর্বনাশ করে দিয়েছে। পড়ুয়াদের ট্যাব দিচ্ছে। এসবই উপঢৌকন। প্রাথমিক পড়ুয়াদের জামা, জুতো, ব্যাগে কাটমানি। সাইকেলেও কাটমানি। 

7 January 2021, 17:45 PM

তৃণমূল কোম্পানিতে পরিণত হয়েছে। বঙ্গধ্বনি নয়, হরিধ্বনি যাত্রা। বিনয় মিশ্রের সঙ্গে তোমার সম্পর্ক কী? তোলাবাজ ভাইপোকে বলতে হবে।

7 January 2021, 17:30 PM

এতদিনে পিএম কিষাণ নিধি নিয়েছেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন্দ্রের সব প্রকল্পের নাম বদলে দিয়েছে। সবাই বঞ্চিত, কাউকে আওয়াজ তুলতে হবে। আমি আওয়াজ তুলেছি। 

7 January 2021, 17:30 PM

২০০৭ সালে অনেকে শহিদ হয়েছিলেন। আমি রাত ১২টা শ্রদ্ধাজ্ঞাপন করেছি। ২০১১ সালের পর থেকে শহিদ বেদিতে কেউ মালা দিতে আসেনি। এখন তাঁদের পাঠিয়েছেন মাননীয় নেত্রী।

7 January 2021, 17:30 PM

তৃণমূল ভবনে বসে একজন বলছিলেন। মেদিনীপুরে বিশ্বাসঘাতকের জন্ম হয়।  আমি সব পদ থেকে পদত্যাগ করেছি। তৃণমূলের সদস্য়পদ ছেড়েছি। সাধারণ ভোটার হিসেবে বিজেপি সদস্যপদ চেয়েছি।