Live Updates: সব চোর, ডাকাতরা বিজেপিতে ঢুকে গিয়েছে: Abhishek Banerjee

Last Updated: Thursday, January 7, 2021 - 15:56
Live Updates: সব চোর, ডাকাতরা বিজেপিতে ঢুকে গিয়েছে: Abhishek Banerjee

7 January 2021, 16:00 PM

পদ নয়, পতাকা, নেত্রীর নাম মমতা, একুশে নবান্নে মমতা, বলছে আবার জনতা : অভিষেক। 

7 January 2021, 16:00 PM

খুব শীঘ্রই আবার আসব। আপনাদের সঙ্গে প্রচার করব: অভিষেক। 

7 January 2021, 16:00 PM

বিজেপিতে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বহিরাগতদের এনে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি নষ্ট করতে চাইছে। তাদের বিদায় করতে হবে: অভিষেক। 

7 January 2021, 15:30 PM

এখানকার সাংসদ অল্প ভোটে জিতেছিলেন। আমায় বলছে বহিরাগত। আমি বাংলায় কথা বলি, ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি নাকি বহিরাগত? কৈলাস বিজয়বর্গীয় কে তাহলে? : অভিষেক। 

7 January 2021, 15:30 PM

ইডি-সিবিআই লাগাতে হবে না। ফাঁসির মঞ্চ করবে আমি মৃত্যুবরণ করব। ক্ষুদিরামের আদর্শ মেনে চলি। ক্ষমতা দখলের লালসা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ক্ষমতা ছেড়ে চলে এসেছেন। তাঁর আদর্শ মেনে চলে তৃণমূল: অভিষেক। 

7 January 2021, 15:30 PM

নাম করে বলার সাহস নেই। আমি নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। দিলীপ ঘোষ গুন্ডা। নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত। নাম করে বলছি, বিজেপির কেন্দ্রীয় নেতারা বহিরাগত। দম থাকলে মামলা করে জেলে পুরে দেখাও: অভিষেক। 

7 January 2021, 15:30 PM

আজকের সভা সব রেকর্ড ভেঙে দিয়েছে: অভিষেক। 

7 January 2021, 15:30 PM

আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার বাড়িতে কেন পদ্মফুল ফোটাতে পারছ না কেন? একটা ভাইকে যোগদান করিয়ে দিল। তার মানে তোমার বাড়িতে আরও উপসর্গহীন রোগী আছে।  

7 January 2021, 15:30 PM

বলছে, বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। কেন বাংলাটা কোনও বস্তু! বাংলা ও দিল্লিতে একই সরকার করতে হবে বলছে। কেন চুরি করতে সুবিধা হবে? টিভির পর্দায় কাকে টাকা টাকা নিতে দেখা গিয়েছে? 

 

7 January 2021, 15:30 PM

কথায় কথায় আমায় আক্রমণ করছে, বলছে তোলাবাজ ভাইপো হঠাও। আমার তোলাবাজি প্রমাণ করতে হলে ইডি, সিবিআই লাগাতে হবে না। প্রমাণ ফাঁসির মঞ্চে আমি নিজে ঝুলে যাব: অভিষেক। 

7 January 2021, 15:30 PM

কার বাড়িতে মাস-মাংস রয়েছে সেই খবর রাখে। কাশ্মীরের পুলওয়ামায় জওয়ানদের মেরে চলে গেল।

7 January 2021, 15:30 PM

ভোট নেওয়ার সময় আসবে। বলবে পদ্মফুটে ভোট দিন সবকা সাথ সবকা বিকাশ। চোর, ডাকাত সব বিজেপিতে ঢুকে গিয়েছে। সব চোর ঢুকে গিয়েছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদী বলেছিলেন, চোর, ডাকাত, বেইমান কাউকে ছাড়ব না। সত্যি কথা বলেছিলেন। চোর, চ্যাঁছড় কেউ ছাড়া পায়নি। সব দল বেঁধে ঢুকে গিয়েছে বিজেপিতে: অভিষেক। 

7 January 2021, 15:15 PM

বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন,'গঙ্গায় ভেসে যাবে বিজেপি'। 

7 January 2021, 15:15 PM

গঙ্গারামপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।