7 December 2020, 13:45 PM
* পিএম কেয়ারসের টাকা কোথায় গেল?
* আমরা যত করি তত রটনা হয়।
* আমরা দুর্নীতি করি, বিজেপি সাধু পুরুষ?
* কত মহিলার ওপর অত্যাচার চলছে।
* আমফান, কোভিডের হিসেব চাইছে, টাকা দিয়েছিস যে হিসেব চাইছিস। পরিষেবা দেব আমরা, হিসেব চাইবে ওরা। চ্য়াংড়ামি হচ্ছে?
* আমরা রেলকে সেল করতে দেব না।
* বাংলা গুজরাট হবে না। চেষ্টা হলেই রুখে দেব।
* কোল ইন্ডিয়া, অর্ডিন্যান্স ফ্যাক্টরিকেও বেচে দিতে চায়।
* তৃণমূলকে ব্ল্য়াকমেইল করার চেষ্টা করবেন না। বিজেপিকে চ্যালেঞ্জ আগুন নিয়ে খেলবেন না।
* বিজেপির কাছে গুন্ডা আছে, টাকা আছে। আমাদের পুলিসকে ভয় দেখাও। তোমাদের সব থাকলেও তৃণমূলের মতো একটার ওয়ার্কার নেই। সোনার ধান নেই।
* কৃষকদের সমর্থনে কাল ব্লকে ব্লকে ধরনা হবে।
7 December 2020, 13:30 PM
* কৃষিবিল বেআইনি বিল।
* কাল ব্লকে ব্লকে আন্দোলন হবে। হয় বিজেপি কৃষি বিল প্রত্যাহার কর, নয় ক্ষমতা ছাড়।
* আজ বহু জায়গায় নবান্ন, ধান ছুঁয়ে আজকের দিনে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।
* বহিরাগতদের বাংলা দখল করতে দেব না। একদল রক্ষক, একদল ভক্ষক, আর একদল তক্ষক।
* যে কোনও মুহূর্তে ভারতীয় রেল বেচে দেব। আমরা বেচতে দেব না।
* সিপিএম, কংগ্রেস, বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।
* জেনে রাখো, তৃণমূলকে কিনতে পারবে না।
7 December 2020, 13:30 PM
মেদিনীপুরের জনসভা থেকে বক্তব্য রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য শুরুতেই বিধায়কদের নাম ধরে খোঁজ নেন তিনি। জানতে চান তাঁরা উপস্থিত কিনা। নবান্নের ধান হাতে নিয়ে মমতার শপথ কৃষক আন্দোলনের পাশে 'ছিলাম, আছি, থাকব'।
* জঙ্গলমহলকে ভোলেনি তৃণমূল কংগ্রেস, তৃণমূল অতীতকে ভোলে না।
* মাওবাদী তকমা দিয়ে গ্রেফতার করা হয়েছিল ছত্রধরকে।
* আমি সিঙ্গুর, নন্দিগ্রাম ভুলিনি।
* আমরা বনধকে সমর্থন না জানালেও কালকের বনধকে সমর্থন জানাচ্ছি।
* আলু, পটল সব কেন্দ্র সরকার খাবে। সাধারণকে দেবে না। আগে রাজ্য সরকারের হাতে ক্ষমতা ছিল দাম টিক করার। এখন কেড়ে নেওয়া হয়েছে।
7 December 2020, 13:15 PM
মেদিনীপুরের কলেজ মাঠে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
7 December 2020, 13:15 PM
নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে রাজনৈতিক মহলে তরজা চলছেই। তারই মাঝে মেদিনীপুরে (Midnapur) শুভেন্দুর এলাকা থেকেই তাৎপর্যপূর্ণভাবে সফর শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। আজ মেদিনীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মেগা সভা। এ দিনের জনসভায় উপস্থিত পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, পূর্ণেন্দু বসু, মানস ভুঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ছত্রধর মাহাতোও। কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।