29 October 2024, 11:45 AM
সকালে ডানকুনি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের খরিয়ালে একটি পুকুরে যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।ডানকুনি থানায় খবর দেওয়া হয়।পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।পুকুর থেকে একটি বুলেট পাওয়া যায়।দরি বেঁধে সেই বাইক তোলা হয়। পুলিস জানিয়েছে,মৃত যুবকের নাম দীপক সিং।বাড়ি হাওড়া জেলার বালিতে।প্রাথমিক অনুমান বুলেট নিয়ে জলে পরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে।শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে মৃত্যুর কারন স্পস্ট হবে।
29 October 2024, 10:45 AM
ইউরো ২০২৪ জয়ী এবং ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি প্রথম ব্যালন ডি'অর পুরস্কার জিতলেন। রদ্রি রিয়াল মাদ্রিদের জুটি ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যাম থেকে পিছনে ফেলে জিতলেন এই খেতাব
29 October 2024, 09:45 AM
কালীপুজোর আগেই পুকুর থেকে ধাতব কালী মূর্তি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কাটোয়ার গোয়াই গ্রামে, মূর্তিটিকে সোনার ভেবে চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের মধ্যে ধাতব কালীমূর্তি উদ্ধারকে ঘিরে গ্রামে চাঞ্চল্য।লোকমুখে প্রচার হয়ে যায় কাটোয়া থানার গোয়াইগ্রামের মাঝিপাড়ার কাছে একটি পুকুর থেকে সোনার কালীমূর্তি পাওয়া গিয়েছে।গ্রামে মূর্তি দেখতে ভিড় জমতে শুরু হয়। সন্ধ্যের সময় কাটোয়া থানার পুলিশ এক স্বর্ণকারকে সঙ্গে করে গোয়াই গ্রামের মাঝিপাড়ার কালীমন্দিরে গিয়ে মূর্তিটিকে পরীক্ষা করে জানতে পারে মূর্তিটি পিতলের।দশ ইঞ্চি উচ্চতার দক্ষিণাকালীর মূর্তিটি গ্রামের মন্দিরে ঠাঁই হয়েছে।সোমবার দুপুরের দিকে গ্রামের মেয়ে ঋতু মাঝি পুকুরে স্নান করতে গিয়ে মুর্তিটা কুড়িয়ে পেয়েছে বলে জানায়। ঋতু মাঝি বলেন, স্নান করতে গিয়ে অয়ায়ে কিছু একটা ঠেকছিল। বার কয়েক ঠেকলে পরে তুলে দেখি কালীমূর্তি৷। বালতিতে পুড়ে মূর্তিটি বাড়িতে নিয়ে এসে পাড়া প্রতিবেশীদের দেখায়। সবাই বলে মূর্তি মন্দিরে রেখে পুজো করা হবে। বিকালের দিকে পুলিশ মূর্তি পাওয়ার ঘটনা জানতে পেরে গ্রামে যায়। গ্রামের মানুষের দাবি মূর্তি সোনার হোক আর রূপোর হোক মন্দিরে রেখে আমরা পুজো করব বলে পুলিশকে জানিয়েছি।
29 October 2024, 09:45 AM
ঘূর্নিঝড় ডানা ও কালী পূজো এই দুইকে অজুহাত করে আনাজপাতির বাজারদর ঊর্ধ মুখী। এই খবর এসে পৌছায় জলপাইগুড়ি সদর মহকুমাশাসক তমজিৎ চক্রবর্তীর কানে। খবর পেয়ে সোমবার সন্ধ্যার পর তিনি সদপ্র সাবডিভিশনের টাস্ক ফোর্স টিম নিয়ে পৌঁছে যান জলপাইগুড়ি দিন বাজারে। সেখানে গিয়ে আনাজপাতি দরদাম করতে গিয়ে লক্ষ করেন এক মহিলার থেকে টমেটো ৮০ টাকা কিলো দড় হাকাচ্ছে এক বিক্রেতা। তিনি গিয়ে ওই বিক্রেতার কাছে ক্রয় মূল্যের রসিদ দেখতে চান। এরপর বিক্রেতা অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করলে মহকুমাশাসক প্রচন্ড ধমক দেন ওই বিক্রেতাকে।এরপর তার জিনিসপত্র বাজেয়াপ্ত করতে নির্দেশ দেন।
29 October 2024, 09:30 AM
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাস। সোমবার রাত্রেবেলা 19 নম্বর জাতীয় সড়কে আসানসোলের চাঁদা মোড় ও নীঘা মোড়ের মাঝখানে। বাসটি কলকাতা থেকে আসছিল মোজাফফরপুর যাচ্ছিল। ১৯ নম্বর জাতীয় সড়কে চাঁদা ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর চেপে যায়। সেই সময় বিপরীত দিক দিয়ে অন্য আরেকটি ট্রাক আসছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া দেখে ট্রাকের চালক ট্রাকটিকে দাঁড় করিয়ে দেয়। সেই সময় বাসটি ট্রাকের গায়ে লেগে দাঁড়িয়ে যায়। এর ফলে বাসটি পালটি মারা থেকে রক্ষা পায় ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে কার্যত রক্ষা পেল যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করার জন্য পাঠানো হয়েছে। আসানসোলের জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
29 October 2024, 09:00 AM
৭০ নম্বর নারকেলডাঙ্গা নর্থ রোড কাইজার স্ট্রিটে এলোপাথাড়ি কোপ। প্রধান অভিযুক্ত-সহ আরও বেশ কয়েকজন জড়িত বলে অভিযোগ পুরনো বিবাদ থেকেই ভোর ৩.১৫ মিনিট নাগাদ কোপানো হয় বলে অভিযোগ। গুলি চালানো হয় বলে অভিযোগ। ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। পরবর্তীকালে ইমরান নামে বছর ২৬ এর যুবককে প্রথমে নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীকালে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়