9 October 2024, 21:00 PM
৩ দিন পার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে অনশনে জুনিয়র ডাক্তাররা। আজ, বৃহস্পতিবার ষষ্ঠীর সন্ধ্যায় ধর্মতলায় অনশন মঞ্চে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। অনশন তুলে নিতে হলেন। কিন্তু রাজ্যপালের প্রস্তাবে রাজি হননি জুনিয়র ডাক্তাররা।
9 October 2024, 19:00 PM
জুনিয়র ডাক্তারদের ফের আলোচনায় বসার আহ্বান জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। এবার বৈঠক হবে স্বাস্থ্য়ভবনে। কবে? আজ, বুধবার সন্ধেয়।
9 October 2024, 16:15 PM
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। নোবেল পেলেন বিজ্ঞানী ডেভিড বেকার, ডেমি সহা সাবিস ও জন জাম্পার। কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন ও প্রোটিনের গঠন অনুমানের জন্য তাদের দেওয়া হল নোবেল পুরস্কার।
9 October 2024, 09:15 AM
R G Kar Incident: নির্যাতিতার প্রতীকী মূর্তি নিয়ে শহরের পুজোমণ্ডপ পরিক্রমা শুরু হবে আজ, বুধবার বেলা ৩ টেয়। মোট ১২টি পুজোমণ্ডপ পরিক্রমা করবেন তাঁরা। ম্যাটাডরে করে প্রতীকী ওই মূর্তি নিয়ে পরিক্রমা করা হবে, সঙ্গে করা হবে লিফলেট বিলি।