17 June 2024, 19:30 PM
Priyanka Gandhi to Contest from Wayanad Lok Sabha Seat: রাহুল গান্ধী এ বছর দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জেতেন। তবে রাহুল গান্ধী একটি আসন ছেড়ে দেবেন বোন প্রিয়াঙ্কা গান্ধীকে-- এমন একটা ইঙ্গিত ছিলই। সেটাই সত্য হল। এবার ঘোষণা হয়ে গেল, উপ নির্বাচনে কেরালার ওয়ানাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধী। সাংবাদিক সম্মেলনে দুই গান্ধী ও সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালকে নিয়ে এ কথা ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাহুল গান্ধী বলেন, রায়বরেলি ওয়ানাড় আমায় যে ভালবাসা দিয়েছে, তা সারাজীবন মনে রাখব। প্রিয়াঙ্কা ওয়ানাড় থেকে নির্বাচনে লড়বেন। তবে আমি মাঝেমধ্যেই যাব। যা যা প্রতিশ্রুতি আছে, তা পূরণ করা হবে।
17 June 2024, 18:15 PM
ছন্দে ফিরছে রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার আপ লাইনে অর্থাৎ শিয়ালদহ থেকে জলপাইগুড়ির দিকে যাওয়ার লাইনে স্বাভাবিক হল পরিষেবা। ফিরতি পথে অর্থাৎ জলপাইগুড়ির দিক থেকে শিয়ালদহ যাওয়ার লাইনে পরিষেবাও দ্রুত চালু হবে। খবর রেল সূত্রে।
17 June 2024, 16:00 PM
Mamata Banerjee on Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের দিকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, প্রশাসনে, রেলে, সামগ্রিক ভাবে পরিবহণ ব্যবস্থায় 'আগাগাড়ো অবহেলার ছাপ স্পষ্ট'।
17 June 2024, 14:00 PM
Honb'le Governor Dr CV Ananda Bose: পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সিভি আনন্দ বোসও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে বিচলিত বোধ করেছেন। তিনিও যাচ্ছেন উত্তরবঙ্গে। রওনাও দিয়ে দিয়েছেন, তবে রাজ্যপাল যাচ্ছেন হাসপাতালে। তিনি আহতদের দেখবেন এবং রিলিফ অপারেশন যাতে ঠিকঠাক চলে তা দেখবেন।
17 June 2024, 13:45 PM
Enhanced Compensation for the Victims of Kanchanjunga Express Accident: ক্ষতিপূরণের অঙ্কে এল বিশাল বদল। মৃতদের পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের দেওয়া হবে আড়াই লক্ষ টাকা এবং তুলনায় কম আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। ঘোষণা রেলমন্ত্রকের। নতুন এই প্যাকেজের কথা ঘোষণা করলেন অশ্বিনী বৈষ্ণব।
17 June 2024, 13:45 PM
Kanchanjungha Express Accident Update: চলতে শুরু করল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি বাদ দিয়ে মালদা টাউনের দিকে যাত্রা শুরু করল ট্রেনটি।
17 June 2024, 13:00 PM
Kanchanjunga Express Accident: প্রধানমন্ত্রীর দফতরের তরফে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হল।
17 June 2024, 12:30 PM
Kanchanjunga Express Train Accident: রাঙাপানি স্টেশনের কাছে রুইধাসায় দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
17 June 2024, 12:30 PM
Kanchanjunga Express Train Accident: উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় এক্স-হ্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, "পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে ঘটা ট্রেন দুর্ঘটনাটি খুবই দুঃখজনক। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় যারা তাদের পরিজন হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
पश्चिम बंगाल के न्यू जलपाईगुड़ी में हुआ रेल हादसा बहुत दुःखद है। इस दुर्भाग्यपूर्ण हादसे में जिन लोगों ने अपने परिजनों को खोया है, उनके प्रति संवेदनाएँ व्यक्त करता हूँ और घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूँ।
পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে ঘটা ট্রেন দুর্ঘটনাটি খুবই…
— Amit Shah (@AmitShah) June 17, 2024
17 June 2024, 12:15 PM
Kanchanjunga Express Accident: রেল সূত্রে খবর, আপাতত আপ লাইন দিয়েই আপ এবং ডাউন লাইনের সমস্ত পরিষেবা। অর্থাৎ রাঙাপানি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত একটি লাইন দিয়েই পরিষেবা সচল রাখতে চাইছে রেল।
17 June 2024, 12:00 PM
দুর্ঘটনা ঘটলেই স্পটে চলে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। এবারেও তাই জানা গেল। উত্তরবঙ্গে দুর্ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। আগে তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন। এবার উদ্ধারকাজ এবং অন্যান্য বিষয় দেখার জন্য তিনি নিজেই আসছেন ঘটনাস্থলে।
17 June 2024, 11:45 AM
Kanchanjungha Express Accident: শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, এর জেরে লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ৩ কামরা! দুটি কামরা দুমড়ে-মুচড়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃত ৮, আহত প্রায় ৩০।
The news of the loss of lives due to a train accident in Darjeeling, West Bengal is deeply distressing. My thoughts and prayers are with the bereaved families. I pray for the speedy recovery of the injured and success of relief and rescue operations.
— President of India rashtrapatibhvn June 17, 2024
এবার এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানান, রেলদুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুর খবরটি শুনে মন অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। শোকার্ত পরিবারগুলির জন্য আমার প্রার্থনা রইল, মানসিক ভাবে আমি তাঁদের পাশে আছি। কামনা করি, আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। উদ্ধারকাজও হোক নির্বিঘ্ন।
17 June 2024, 11:30 AM
Kanchanjunga Express Accident: নৈহাটিতেও চালু হেল্পলাইন নাম্বার। রেলওয়ে নাম্বার- 39222, বিএসএনএল নাম্বার- 033-25812128।
17 June 2024, 11:15 AM
Kanchanjunga Train Accident: দুর্ঘটনার উদ্ধারকাজ তদারকিতে দিল্লিতে রেল অফিসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
17 June 2024, 11:15 AM
Kanchanjunga Express Accident: আরও কিছু হেল্পলাইন ও ইমারজেন্সি নাম্বার-
নিউ বঙ্গাইগাঁও হেল্পলাইন নাম্বার- 9435021417, 9287998179
আলিপুরদুয়ার রোড ইমারজেন্সি নাম্বার- 8170034235
কিষাণগঞ্জ ইমারজেন্সি নাম্বার- 7542028020, 06456-226795
ডালখোলা ইমারজেন্সি নাম্বার- 8170034228
বারাসই ইমারজেন্সি নাম্বার- 7541806358
সামসি ইমারজেন্সি নাম্বার- 03513-265690, 03513- 265692
17 June 2024, 11:15 AM
Kanchanjunga Express Accident: হাওড়াতেও চালু হেল্পলাইন নাম্বার- 03326413660, 03326402242, 03326402243
17 June 2024, 11:00 AM
Kanchanjunga Express Train Accident: গুয়াহাটি স্টেশনে ও লাম্বডিং হেল্পলাইন নাম্বার চালু-
গুয়াহাটি স্টেশন- 03612731621, 03612731622, 03612731623
লাম্বডিং - 03674263958, 03674263831, 03674263120, 03674263126, 03674263858
17 June 2024, 11:00 AM
Kanchanjunga Express Train Accident: যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছেন রেলেন উচ্চপদস্থ আধিকারিকরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় এক-হ্যান্ডেলে পোস্ট রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।
Unfortunate accident in NFR zone. Rescue operations going on at war footing. Railways, NDRF and SDRF are working in close coordination. Injured are being shifted to the hospital. Senior officials have reached site.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 17, 2024
17 June 2024, 11:00 AM
Kanchanjunga Express Accident: শিয়ালদহ, কাটিহার, নিউ জলপাইগুড়িতে চালু হেল্পলাইন নাম্বার।
শিয়ালদহ: 033-23508794, 033-23833326
কাটিহার: 09002041952, 9771441956
নিউ জলপাইগুড়ি: +916287801758
17 June 2024, 09:45 AM
North Bengal Train Accident: উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, উদ্ধারকাজ ও চিকিৎসায় সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিত্সক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় মোকাবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
17 June 2024, 09:45 AM
North Bengal Train Accident: উত্তরবঙ্গে বড়সড় ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। লাইনচ্যুত ২টি কামরা। আহত বেশ কয়েকজন যাত্রী। কয়েকজনের আঘাত গুরুতর।