India vs Pakistan LIVE: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের, খেলা পিছিয়েছে ৩০ মিনিট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

Last Updated: Sunday, June 9, 2024 - 20:04
India vs Pakistan LIVE: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের, খেলা পিছিয়েছে ৩০ মিনিট

India vs Pakistan LIVE Score, T20 World Cup 2024: নিউ ইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। ম্যাচের আগে প্রবল বৃষ্টি হয় নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। বৃষ্টিতে আধ ঘণ্টা ম্য়াচ পিছিয়ে গেল।  আটটার বদলে খেলা শুরু হবে ৮টা ৩০ মিনিট থেকে। টস হেরে ভারত প্রথমে ব্য়াট করবে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

9 June 2024, 11:30 AM

PM Modi Oath Taking Ceremony LIVE Updates: শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিমানবন্দরে তিনি বলেন, শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছি, যাচ্ছি। এছাড়াও দিল্লির বাসভবনে বেশকিছু মালপত্র আছে, সেগুলি খালি করতে হবে। সেই জন্যই যাওয়া। এদিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

কিন্তু কারা মন্ত্রী হবেন? জানা গিয়েছে, সম্ভাব্য মন্ত্রীদের কাছে ফোন আসা শুরু হয়েছে। সূত্রের খবর, জোট শরিক দলের নেতা জিতনরাম মাঝি, চিরাগ পাসোয়ান, অনুপ্রিয়া প্যাটেল-সহ বেশ কয়েকজনের কাছে ফোন এসেছে।