22 January 2024, 17:00 PM
তৃণমূলের 'সংহতি যাত্রা'য় দুর্ঘটনা। কীভাবে? হাজরা থেকে মিছিল তখন পার্ক সাকার্স ময়দানের পথে। একটি চার্চে ঢোকার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরেই ভেঙে পড়ছিল ফ্লেক্স! অল্পের জন্য রক্ষা পান তিনি।
22 January 2024, 17:00 PM
অযোধ্যায় যেদিন রামলালা প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী, সেদিন কলকাতায় সম্প্রীতি বার্তা দিতে পথে তৃণমূল। কর্মসূচি নাম, 'সংহতি যাত্রা'। এদিন কালীঘাটে মন্দিরে পুজো দিয়ে মিছিলের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেক।
22 January 2024, 16:30 PM
অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্কসার্কাসে চার্চে ঢোকার মুখে তাঁর উপরেই পড়ে যাচ্ছিল ফ্লেক্স।
22 January 2024, 15:00 PM
কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
22 January 2024, 11:30 AM
রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যেতে পারেননি, এলাকার রাম মন্দিরকেই অযোধ্যা বানিয়ে চলছে পুজো পাঠ। এছবি হুগলির। সকাল থেকে বাঁশবেড়িয়া কলবাজার রাম মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। একদিকে পুজো দেওয়ার ভিড়, অন্যদিকে হনুমান চালিশাপাঠ। বিকালে হবে রামচরিতমানস পাঠ ও রামকথা। দীপ উৎসব হবে দীপাবলির মতো। প্রাণ প্রতিষ্ঠার সময় হবে আরতি, ভজন, কীর্তন। রামমন্দির উদ্বোধন উপলক্ষে রামকথা পাঠ শুরু হয়েছে জলপাইগুড়ি গোশালায়। রামভজন করছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব। রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশের পাশাপাশি উচ্ছ্বাস-উন্মাদনা আছড়ে পড়েছে বাঁকুড়া শহরেও।
22 January 2024, 11:00 AM
সোমবার রামনগরী অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে গোটা দেশ মেতেছে উৎসবে। পিছিয়ে নেই এই রাজ্য। গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে রাম বন্দনা। তারই অংশ হিসেবে এদিন সকালে দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত এক কলস যাত্রার আয়োজন করা হয়। বিজেপি নেতা পীযূষ কানোরিয়ার নেতৃত্বে এই যাত্রা দমদম হনুমান মন্দির থেকে শুরু হয় দমদম রোড নাগেরবাজার হয়ে যশোর রোড ধরে পৌছায় দমদম পার্কে।মিছিলে অংশ দেন কামদুলি তুই প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা। এছাড়াও যাত্রায় কয়েকশো মহিলা ও পুরুষ। হাতে কলস ও পতাকা নিয়ে তাদের এই কলস যাত্রা।
22 January 2024, 10:30 AM
উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও প্রভু রামচন্দ্রের মূর্তির প্রাণপ্রতিষ্ঠার দিন এরাজ্যের জেলাতেও রাম বন্দনায় মেতে উঠেছে সকলেই। কোথাও রামের মূর্তি পুজোর আয়োজন, কোথাও বা রামের পুজোকে কেন্দ্র করে হাজার হাজার গ্রামের মানুষকে খাওয়ানোর জন্য খিচুড়ি ভোগের আয়োজন। এককথায় সকাল থেকেই রামের পুজোকে কেন্দ্র করে চরম ব্যস্ততার ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার বিভিন্ন এলাকার গ্রামগঞ্জ থেকে শুরু করে পুর এলাকাগুলিতে।
22 January 2024, 10:30 AM
রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশের পাশাপাশি উচ্ছাস আর উন্মাদনা আছড়ে পড়ল বাঁকুড়া শহরেও। সকালে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে মহিলারা ঘটে করে পবিত্র জল নিয়ে শোভাযাত্রা শুরু করেছেন। ঢাক বাজিয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন আট থেকে আশি বহু মহিলা। ঢাক ও অন্যান্য অসংখ্য বাদ্যযন্ত্রের তালে তালে সেই শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে হাজির হবে লালবাজারে। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে যজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে।
22 January 2024, 10:30 AM
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিতে আজ কোচবিহারের গজেন্দ্র নারায়ণ ঠাকুর বাড়ির শিব মন্দিরে পুজো মসজিদ ও গির্জায় প্রার্থনা করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি বলেন আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী তাই মনে করি সব ধর্মকে সমান সম্মান জানানো উচিত।
22 January 2024, 10:00 AM
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে, কাঁথি শহর যখন সেজে উঠছে মন্দিরগুলি, ঠিক তারই ফাঁকে এক দুষ্কৃতী মন্দিরের ঠাকুরের হাত ভেঙে দেয়, স্থানীয় ক্ষিপ্ত জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে, চলে গণধোলাই।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকা জুড়ে।ক্ষিপ্ত জনতা প্রথমে ওই দুষ্কৃতিকে মারধর করে, এরপরে ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁথি থানার পুলিশ। পুলিশের হাতে ওই দুষ্কৃতীকে তুলে দেয় , আইনি ব্যবস্থা দাবি করে স্থানীয়রা
22 January 2024, 10:00 AM
সকাল সকাল সাংসদ দিব্যেন্দু অধিকারী পরিবারের সাথে রাম মন্দির উদ্বোধনের দিনে শ্রীরামচন্দ্র কে স্মরণ করার পাশাপাশি শিবের কাছে প্রার্থনা করলেন। সারাদেশে সুখ শান্তি মঙ্গল কামনায়। হানাহানি হিংসা-বিদ্বেষ বন্ধ হোক, দেশ আরো এগিয়ে যাক,প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ভূষিত হোক,এমন কামনা করলেন। তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল নিয়ে বললেন উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে করুক, সকলের অধিকার আছে। সকলকে স্বাগত জানাচ্ছি বললেন দিব্যেন্দু।অধিকারীরদের বাড়ির সামনে শ্রীরাম চন্দ্রের পুজো অনুষ্ঠিত হচ্ছে।
22 January 2024, 09:30 AM
উত্তর ভারতের অযোধ্যায় যখন রাম লালার প্রাণ প্রতিষ্ঠার কর্মযজ্ঞ শুরু হয়েছে সেই সময় উত্তর পূর্ব ভারতে তিস্তা পাড়ের জলপাইগুড়ি শহরের বুকে চলছে ম্যারাথন দৌড় থেকে শুরু করে, বিভিন্ন মন্দিরে রামের বিশেষ পুজোর আয়োজন। শহরের অলিগলিতে ভেসে যাচ্ছে রাম ভজনের ঝঙ্কার।
22 January 2024, 09:30 AM
আর কয়েক ঘন্টা পরেই অযোধ্যায় রাম মন্দির প্ৰতিষ্ঠা হবে। এই উপলক্ষে হাওড়ার রামরাজাতলায় অতি প্রাচীন রাম মন্দিরে শুরু হলো রাম সীতার পুজো। সকাল থেকেই উপস্থিত রাম সেবকরা। রাম মন্দিরে পুজো ও পুস্পঞ্জলি দিলেন।চলবে পুজো পাঠ ও হোম।
22 January 2024, 09:30 AM
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন কে ঘিরে আজ সাজ সাজ রব নদীয়ার ফুলিয়ায় কৃত্তিবাসের জন্মভূমি বয়রাতে, ইতিমধ্যেই রাম নামে মেতেছেন ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বাসিন্দারা।
22 January 2024, 09:30 AM
রাম মন্দির উদ্বোধনের সন্ধিক্ষণে লোকাল ট্রেনে মেতে উঠলেন রাম ভক্তরা, করলেন লাড্ডু বিতরণ। এদিন সকাল সাতটা শান্তিপুর শিয়ালদা ডাউন লোকাল ট্রেনের কামরা ফুল দিয়ে সাজিয়ে এবং অযোধ্যার রাম মন্দিরের ছবি সামনে রেখে লাড্ডু বিতরণ করতে করতে রওনা দিলেন কর্মস্থলের উদ্দেশ্যে। আজ ছুটি না থাকায় বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত নিত্যযাত্রীরা এদিন ফুলিয়া হবিবপুর রানাঘাট সহ বিভিন্ন জায়গার নিত্যযাত্রীরা ট্রেনে মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মেতে উঠলেন তারা।
22 January 2024, 09:30 AM
রামভূমে মহাযজ্ঞ।অযোধ্যার আবেগ-উষ্ণতা বাংলাতেও। কলকাতা থেকে জেলা। দশরথপুত্রের আরাধনায় বিশেষ পুজোপাঠ। চাঙ্গা বঙ্গবিজেপিও। শহরে দিনভর শুভেন্দু। বালুরঘাটে সুকান্ত। ভজন শোভাযাত্রা লাইভে রামলালা বরণ।
22 January 2024, 09:30 AM
সম্প্রীতির বার্তা। বাংলায় আজ সংহতি যাত্রায় তৃণমূল। রাজপথে মমতা। সামিল অভিষেকও। স্লোগানে পোস্টারে ছয়লাপ কলকাতা। কালীঘাটে আরতী সেরে মিছিলে মুখ্যমন্ত্রী। পরে গুরুদুয়ারা, গির্জা, মসজিদ ঘুরে সমাবেশ। আজ সংহতি যাত্রায় পথে তৃণমূল। সম্প্রীতির স্লোগানে পোস্টারে ছয়লাপ কলকাতা। কালীঘাটে আরতী সেরে মিছিল। পরে গুরুদুয়ারা, গির্জা, মসজিদ ঘুরে সমাবেশ মমতার। পা মেলাবেন অভিষেকও।