18 January 2025, 13:00 PM
RG Kar incident: শিয়ালদহ আদালতে পৌঁছল সঞ্জয় রায়ের প্রিজন ভ্যান। ১২টা বেজে ৪৪ মিনিটে সংশোধনাগার থেকে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে আসা হল। যাতে মাঝপথে কোনরকম সমস্যা না হয় তার জন্য আগেই সমস্ত সিগন্যাল গ্রিন করে দেওয়া হয়। ঠিক অন্যদিকে ট্রেনে করে শিয়ালদহ আদালতের উদেশ্যে আসছেন নির্যাতিতার বাবা-মা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রায়দান প্রক্রিয়া।
18 January 2025, 11:00 AM
Sajjak: গোয়ালপোখর কাণ্ডে পলাতক বন্দি সাজ্জাক গুলিবিদ্ধ। পুলিসের গুলিতে জখম পলাতক বন্দি সাজ্জাক। পুলিসের উপর গুলি চালিয়ে পালিয়েছিল সাজ্জাক। প্রিজন ভ্যান থেকে পালিয়েছিল সাজ্জাক। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাজ্জাককে। আজ ভোরে সাজ্জাকের হদিস পায় পুলিস। পালিয়ে যাওয়ার সময় পুলিসের গুলিতে জখম।
18 January 2025, 10:30 AM
পুলিসের মারে মৃত্যু হল এক ৫৫ বছর মহিলার বলে অভিযোগ। ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে কোচবিহার হরিণ চওড়া এলাকায়। মৃত মহিলা নাম অমিয়া বিবি। অভিযোগ এই পরিবারেরই তিনজনকে গতকাল রাতে আটক করে নিয়ে যায় পুলিস। পরিবারের অভিযোগ গত বৃহস্পতিবার হরিণচওড়া বাঁধের এলাকায় পুলিসের গাড়ির চালকের সঙ্গে পরিবারের সদস্য আমজাদ আলী কোনও এক বিষয় নিয়ে বচসা বাঁধে। এরপরেই দেখা যায় শুক্রবার রাত প্রায় বারোটার পর হঠাৎই প্রচুর সংখ্যক পুলিস আমিয়া বিবির বাড়িতে হামলা চালায়।
18 January 2025, 10:30 AM
Malbazar: বেআইনি উপায়ে মজুদ করে রাখা বিপুল পরিমাণে মদ ও বিয়ার মজুত উদ্ধার করলো আবগারি দফতরের কর্মীরা। অভিযান চালাতে গিয়ে একপ্রকার চক্ষু চড়কগাছ আবগারি কর্মীদের। মালবাজার মহকুমা লাগোয়া গরুবাথান থানার অন্তর্গত সামাবিয়ং চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করলো জলপাইগুড়ি আবগারি দফতর। আবগারি বিভাগের স্পেশাল কমিশনার সুজিত দাস'র নেতৃত্বে বিশাল এক বাহিনী এদিনের অভিযানে সামিল হয়েছিলেন।
18 January 2025, 10:30 AM
RG Kar incident: সঞ্জয়ের প্রিজন ভ্যান ঢুকবে বলে আজ শিয়ালদহ বিগ বাজারের সামনে কোনও হকার বসতে দেয়নি পুলিস। শিয়ালদহ ফ্লাইওভার থেকে বাঁদিকে বাঁক নিয়ে শিয়ালদহ কোর্টে যাওয়ার পুরো রাস্তার একদিক সিল করে দেওয়া হয়েছে গার্ড রেল দিয়ে। পুলিসি তৎপরতা শুরু হয়েছে। চারস্তরীয় ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হল শিয়ালদহ কোর্টের সামনের চত্বর।