1 December 2024, 15:30 PM
Howrah Fire: হাওড়া ফুলবাজারের কাছে চিরে বাতাসা মার্কেটে আগুন। আগুন লাগে একটি চিড়ের দোকানে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আরও চারটি দোকানে। রবিবার দুপুর ১২টা ৫০মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। দোকানের ওপরে হোর্ডিং লাগানো রয়েছে। ঝালাইয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুন লাগে। প্রাথমিক অনুমান দমকলের
1 December 2024, 12:30 PM
Dengue: স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২১ হাজার। গত মাসে ২০ নভেম্বর পর্যন্ত পাওয়া হিসাব এটি। ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানে মালদহ, তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। বাংলার ১০ জেলায় আক্রান্তের সংখ্যা-- ১৫৯৫৯ জন। তবে বাকি জেলা মিলিয়ে মোট আক্রান্ত প্রায় ২১ হাজার।
1 December 2024, 11:45 AM
Bangladesh Unrest: বাংলাদেশে গ্রেফতার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। এরপর তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার আরো দুই সন্ন্যাসী। গোটা ঘটনায় উত্তাল বাংলাদেশ। অন্য দেশেও এর প্রতিবাদ হচ্ছে। আজ, রবিবার ইসকনের পক্ষ থেকে বিকেলে একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। ১৫০টি দেশের ভক্তেরা এতে সামিল হবেন। তার আগে কলকাতা ইসকন অফিসে অনুষ্ঠানে সামিল হয়েছেন সন্ন্যাসীরা। খোল করতাল বাজিয়ে নৃত্যের তালে তালে গান গাইছেন তাঁরা।
1 December 2024, 07:45 AM
Jorasanko: ফিরোজা পরভিন (১৮) নামের এক তরুণী শনিবার বাড়িতে একাই ছিলেন। জানা যায়, তাঁর প্রতিবেশী তারান্নুম আরারের সঙ্গে এঁর ঝগড়া শুরু হয়। এরপর তাঁকে মারধর করা হয়। হঠাৎই স্থানীয় লোকজন একটা বিকট আওয়াজ শুনে বেরিয়ে এসে দেখেন ওই আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে ওই তরুণী। জোড়াসাঁকো থানার পুলিসকে খবর দেওয়া হয়। তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তরুণীর পরিবারের তরফ থেকে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানানো হলে পুলিস এসে প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।