24 January 2025, 09:00 AM
New Town Accident: বেলঘরিয়া হাইওয়ে পথ দুর্ঘটনা। চালকসহ আহত তিন। অ্যাপ ক্যাপ গাড়িটি এয়ারপোর্টের দিকে আসার সময় ঢালাই কারখানার কাছে আসতেই পেছন থেকে সজোরে ধাক্কা মার বালি বোঝাই একটি লরি। এই ঘটনায় চারচাকা গাড়িতে থাকা চালকসহ তিনজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। লরি চালককে আটক করা হয়েছে। কি কারনে দুর্ঘটনা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
24 January 2025, 08:30 AM
Purulia Weather: বাড়ল পুরুলিয়া জেলার তাপমাত্রা। আজ জেলার ১১ ডিগ্রী। কনকনে শীতের আমেজ পুরুলিয়ায় । সকালের দিকে কুয়াশাচ্ছন্ন রয়েছে রাস্তাঘাট। দৃশ্যমান্যতা কম থাকায় লাইট জ্বালিয়ে যানবাহন চালাচ্ছেন চালকেরা । প্রাতভ্রমণে বেরিয়ে শীতকে উপভোগ করছেন সাধারণ মানুষ। রাতের দিকেও কনকনে শীত অনুভূত হচ্ছে জেলায়। ঠান্ডা থেকে রেহাই পেতে রাস্তাঘাটে আগুন পোহচ্ছেন সাধারণ মানুষ।
24 January 2025, 08:30 AM
Jalpaiguri Weather: সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ জলপাইগুড়িতে হালকা বৃষ্টি শুরু হয়েছে। শীতের দাপট অব্যাহত জেলা জুড়ে। ঠান্ডায় জবুথুবু জেলাবাসী। গতকাল জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রী। সূর্যের দেখা নেই। দৃশ্যমান্যতা কম থাকায় রাস্তায় গাড়ি ধীর গতিতে আলো জ্বালিয়ে চলাচল। কয়েকদিনের কুয়াশা এবং কনকনে ঠাণ্ডায় কিছুটা হলেও অসুবিধায় সাধারণ খেটে খাওয়া মানুষ। ঠাণ্ডার কারণে রাস্তায় মানুষজন অনেকটাই কম লক্ষ্য করা যায়।
24 January 2025, 08:30 AM
Malbazar Weather: রাত থেকেই কুয়াশায় চাদরে ঢেকেছিল ডুয়ার্স। ভোর থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। আর সেই কারণে ঠাণ্ডা ক্রমশ বাড়ছে ডুয়ার্সজুড়ে। কুয়াশা এবং ঝিরিঝিরি বৃষ্টির কারণে রাস্তাঘাটে দৃশ্যমানতা কম। সেই কারণে রাস্তায় গাড়িও সেরকম নেই। গতকাল সুর্যের দেখা মেলেনি। আকাশে যা পরিস্থিতি, তাতে আজও সূর্যের দেখা পাওয়া যাবে না। তবে এত সুন্দর আবহাওয়া খুশি সব মানুষ।
24 January 2025, 08:15 AM
Purulia: পরপর ২৪ দিন পার এখনও অধরা রয়্যাল বেঙ্গল টাইগার। পুরুলিয়া - ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বাঘটি। কখনও দলমা পাহাড়ের জঙ্গলে, আবার কখনও ঘাটশিলার জঙ্গলে প্রতিদিনই নিজের অবস্থান পরিবর্তন করছে বাঘটি। রেডিওকলারহীন ওই বাঘের সঠিক গতিবিধি জানতে হিমশিম খাচ্ছে ঝাড়খণ্ড বনবিভাগ। সকাল থেকেই বাঘের পায়ের ছাপের খোঁজে তল্লাশি শুরু করেছে ঝাড়খণ্ড বনবিভাগ। তৎপর রয়েছে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া পুরুলিয়া ও ঝাড়গ্রামের বন দফতর। সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে পুরুলিয়ার বনকর্মীরা। পাতা রয়েছে ট্র্যাপ ক্যামেরা ।