West Bengal News LIVE Update: মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষ! পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত ৩ পরীক্ষার্থী...

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে- 

Last Updated: Saturday, January 11, 2025 - 13:54
West Bengal News LIVE Update: মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষ! পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত ৩ পরীক্ষার্থী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES- 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

11 January 2025, 14:00 PM

পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত তিন পরীক্ষার্থী। তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। সুস্থ থাকলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করানো হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক। ভাঙড় মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গাড়ি করে জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন অপর দিকে ক্যানিং বঙ্কিম সরদার কলেজের তিন ছাত্র বাইকে করে ভাঙড় মহাবিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বোদরা এলাকায় মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষ হয়। সেখানে সোমনাথ বৈদ্য নামে এক ছাত্র গুরুতর আহত হয়।

11 January 2025, 13:45 PM

সকাল ন'টা থেকে ডাক্তার দেখিয়ে দীর্ঘ অপেক্ষা সাড়ে ১১ টা বাজলেও আউটডোরে  ফার্মাসিস্ট এসে পৌঁছায়নি ক্ষুব্ধ রোগী এবং রোগীর পরিজনরা। গোঘাট ১ নম্বর ব্লক হাসপাতালের ঘটনা। বিক্ষুব্ধ রোগীরা ফার্মাসিস্ট ছাড়া ওষুধ নিতে চাইছেন না। তাই আউটডোরের জানালা রেগে বন্ধ করে দিলেন। গ্রুপ ডি স্টাফ বলছেন ওষুধ নেওয়ার থাকলে নিন না হলে সরে দাঁড়ান। ওষুধ দেওয়াটা তার কাজ নয়। 

11 January 2025, 11:00 AM

ভারতে প্রথমবার আয়োজিত হচ্ছে খো খো বিশ্বকাপ।আর তার সঙ্গে জুড়ে যাচ্ছে হুগলির নাম।হুগলির দুই মহিলা খোখো খেলোয়ার দিল্লীতে রয়েছে ভারতীয় ক্যাম্পে। এবার ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড়  তপন দাস সেই বিশ্বকাপ প্রতিযোগিতায়  রেফারি হিসেবে যোগ দিতে যাচ্ছেন। হুগলি রিষড়ার বাসিন্দা তপনবাবু কোচিংয়ের সঙ্গেও যুক্ত আছেন।  বর্তমান বাংলা খো খো দলের তিনি কোচ। ভারতীয় দলের কোচিং টিমের সদস্যও ছিলেন।  আগামী ১৩ই জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শুরু হবে ২৪ দেশের খো খো বিশ্বকাপ প্রতিযোগিতা।চলবে ১৯ জানুয়ারী পর্যন্ত। ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো দলের সঙ্গে থাকবে ব্রাজিল-আর্জেন্টিনা ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দেশও। বিশ্বকাপের বড় প্রতিযোগিতায় রেফারি হিসেবে যোগ দিতে পেরে উচ্ছসিত তপনবাবু। শহরের ছেলের সাফল্যে উচ্ছসিত রিষড়াও।

11 January 2025, 11:00 AM

সাগর দ্বীপে মেলা হলেও, গঙ্গাসাগরের ছোট সংস্করণ দেখা যায় কলকাতার বুকে ৷ অর্থাৎ, গঙ্গাসাগর যাওয়ার ট্রানজিট শিবির বাবুঘাটে যেন এক টুকরো ছোট্ট গঙ্গাসাগর মেলা। সেখানেও প্রতি বছর ৭ দিনে মোট প্রায় ১ লাখ পুণ্যার্থী এবং সাধু সন্তদের ভিড় হয় ৷ বাবুঘাট-সহ কলকাতার বিভিন্ন ঘাটে জমায়েত করা সাধুসন্ত এবং পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে রাজ্য সরকার।  বাবুঘাট চত্বরে ট্রানজিট শিবির আরও পরিচ্ছন্ন রাখার জন্য পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। পুণ্যার্থীদের সুন্দর পরিবেশ উপহার দিতে জঞ্জাল সাফাই টিমের সংখ্যা বৃদ্ধি করেছে পুরনিগম। এবার এই শিবিরের দায়িত্বে আছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার।

11 January 2025, 11:00 AM

নভেম্বর মাস নাগাদ বেশ কয়েকটি ওষুধের নমুনা পরীক্ষা করেন,ওয়েস্ট বেঙ্গল ড্রাগ ডিরেক্টরেট।এই পরীক্ষার উপর ভিত্তিতে তারা বার্তা পাঠায় সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেট কে ।সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেট এর তরফ থেকে বার্তা পাঠানো হয়েছে। সেখানে দেখা গেছে,৪৪ টি ওষুধ NOT THE QUALITY STANDARD। যার মধ্যে রয়েছে রিঙ্গার LACTED SALANINE,গ্যাস, প্যারাসিটামল, হার্ট, অ্যান্টিবায়োটিক, প্রসূতি, স্নায়ু, বদহজম, ডায়ারিয়া চিকিৎসকার জন্য জরুরি মোট ৪৪ রকম জীবনদায়ী ওষুধ নিম্ন মানের।

11 January 2025, 11:00 AM

সাত সকালে বাইপাসে পথ দুর্ঘটনায় উল্টে গেল প্রাইভেট গাড়ি। সল্টলেকে স্টেডিয়াম এর ৫ নম্বর গেটের সামনের ঘটনা। গাড়িতে থাকা দুই যুবক মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিস সূত্রে খবর। দুজনকে আটক করেছে পুলিস। অত্যন্ত দ্রুত গতিতে চলছিল গাড়িটি। পুলিস সূত্রে খবর বেঙ্গল কেমিক্যাল মোড়ের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল এই প্রাইভেট গাড়িটি। অত্যন্ত দ্রুত গতিতে চালানোর অভিযোগ। পুলিস সূত্রে খবর, সল্টলেক স্টেডিয়ামের ৫ নম্বর গেটের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে তারপরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। সাথে সাথে বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই মদ্যপ যুবক দুজনকে আটক করে।