25 January 2024, 15:45 PM
যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। উনি অমৃতা সিনহার উকিল কবে হলেন? বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তোর কুণাল ঘোষের। তিনি আরও বলেন, তৃণমূল বিরোধী দু-একজন বিচারপতিদের উপদল তৈরি করেছে মনে হচ্ছে।
25 January 2024, 13:00 PM
বঙ্গ সফরে কাটছাঁট রাহুলের। দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল গান্ধি। হাসিমারা থেকেই ফিরে যাচ্ছেন রাহুল। দরকারি কাজ পড়ে যাওয়াতেই তড়িঘড়ি দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। আবার ২৮ তারিখ তিনি বাংলায় আসবেন বলে জানা যাচ্ছে।
25 January 2024, 12:00 PM
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর প্রথম রাজনৈতিক কর্মসূচি প্রধানমন্ত্রীর। নতুন ভোটারদের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণে মোদী বললেন, দীর্ঘ দশক ধরে আটকে থাকা বড় সিদ্ধান্ত নিতে হলে দেশে সংখ্যাগরিষ্ঠ ও স্থায়ী সরকার প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠ ও স্থায়ী সভার সরকার হওয়ার কারণে বর্তমান সরকার ৩৭০ ধারা সরানো, ওআরওপি, তিন তালাক-সহ বড় সিদ্ধান্ত নিতে পেরেছে। ভবিষ্যতে স্থায়ী সরকার গড়তে নতুন ভোটারদের ভূমিকা উল্লেখ করেন মোদী।
25 January 2024, 11:45 AM
হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। জামিনের আবেদন মঞ্জুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত। যার বিরুদ্ধে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ছিলেন নিশীথ প্রামাণিক। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়। আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে। তবে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামাণিককে। একইসঙ্গে এই মামলায় পুলিসকে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।
25 January 2024, 11:45 AM
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর প্রথম রাজনৈতিক কর্মসূচি প্রধানমন্ত্রীর। নতুন ভোটারদের উদ্দেশে ভার্চুয়াল ভাষণে মোদী বললেন, দীর্ঘ দশক ধরে আটকে থাকা বড় সিদ্ধান্ত নিতে হলে দেশে সংখ্যাগরিষ্ঠ ও স্থায়ী সরকার প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠ ও স্থায়ী সরকার হওয়ার কারণে বর্তমান সরকার ৩৭০ ধারা বাতিল, ওআরওপি, তিন তালাক রদ সহ বড় বড় সিদ্ধান্ত নিতে পেরেছে। ভবিষ্যতে স্থায়ী সরকার গড়তে নতুন ভোটারদের ভূমিকা উল্লেখ করেন মোদী।
25 January 2024, 11:45 AM
কোচবিহারেও রাহুলের ন্যায় যাত্রায় বিশৃঙ্খলা। রাহুল এর কাছে পৌঁছানোর জন্য কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। চাপে ভেঙে যায় মঞ্চের একাংশ।
25 January 2024, 10:15 AM
৭৫ তম প্রজাতন্ত্র দিবসে তৈরি দেশ। রাষ্ট্রপতির সামনে কাল কর্তব্যপথে মেগাশো। কুচকাওয়াজের মহড়ার মধ্যেই নিরাপত্তাবলয়ে দিল্লি। এগারো জোনে ভাগ করে রাজধানীতে আট হাজার বাহিনী মোতায়েন। সীমান্তেও জোরদার সুরভাবলয়।
25 January 2024, 09:45 AM
প্রজাতন্ত্র দিবসে তৈরি কলকাতাও। রেড রোডে রাজ্যপালকে স্যালুট। ভিভিআইপি সমাবেশে সতর্ক পুলিস প্রশাসন। আগেভাগেই নিরাপত্তার চাদর শহরজুড়ে। ওয়াচ টাওয়ার, সিসিটিভিতেও নজরদারি। বাড়তি ফোর্সে নাকাতল্লাশিতেও জোর।
25 January 2024, 09:30 AM
নয়া ভোটারের মনজয়ে মোদী বার্তা। জাতীয় ভোটার দিবসে আজ ভার্চুয়াল সভা নমোর। দুহাজার চোদ্দ, দুহাজার উনিশের পর চব্বিশের চ্যালেঞ্জ। তারুণ্যকেই ফের তরুপের তাস করতে চাইছে বিজেপি। কর্মসূচি সফলে অলআউট যুবমোর্চা।
25 January 2024, 09:30 AM
রাহুলের ন্যায়যাত্রা। পাশে সিপিআইএম। আজ সামিল কর্মীসমর্থক। জলপাইগুড়ি থেকে যোগ নেতাদের। আঠাশে পদযাত্রায় পা মেলাবেন জীবেশ সরকার সহ জেলা নেতৃত্ব। ঘোষণার পরেই জোরদার হাত হাতুড়ি সমীকরণ।
25 January 2024, 09:30 AM
রাহুলের সফরের আগেই জোটে জোর ধাক্কা বাংলায়। চব্বিশে একলা চলো।চ্যালেঞ্জ মমতার। ন্যায়যাত্রার আমন্ত্রণেও কড়া তোপ। তবুও নরম কংগ্রেস।তৃণমূলকে ইন্ডিয়া শিবিরের স্তম্ভ বলেই বার্তা জয়রামের। আদৌ গলবে বরফ? নজর রাজ্যের
25 January 2024, 09:30 AM
রাজ্যের রোডম্যাপ। রাহুলের যাত্রায় তৈরি প্রদেশ কংগ্রেস। কোচবিহারে সরেজমিনে খোদ অধীর। স্পট ভিজিট ভিডিওগ্রাফির পর উত্তরের জেলায় জেলায় শেষমুহূর্তের ব্যস্ততা।
25 January 2024, 09:30 AM
ন্যায়যাত্রার বারো দিন। অসম সীমানা হয়ে বঙ্গে রাহুল। কোচবিহার থেকে রাতেই অলিপুরদুয়ারে সোনিয়াপুত্র। কাল-পরশু বিশ্রামের পর রবিবার জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর। পরে বিহার হয়েই ফের মালদহ, মুর্শিদাবাদ।
25 January 2024, 09:30 AM
রুটম্যাপে বাংলা। আজই রাজ্যে রাহুল। দুই দফায় সাত জেলার ওপর দিয়েই ৫২৩ কিলোমিটারের মহামিছিল। চব্বিশে চোখ। ন্যায়যাত্রাতেও আসনের হিসেবনিকেশ। কংগ্রেসের শক্ত জমি, উত্তরের ৩ জেলায় বাড়তি ফোকাস কংগ্রেস সাংসদের।