By-Election 2021 Live Update: বিকেল ৫টা পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট?

নিজস্ব প্রতিবেদন: শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উত্তর ২৪ পরগনার খড়দহ, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ভোট। গত বিধানসভা ভোটে দিনহাটা ও শান্তিপুরে জিতেছিলেন বিজেপির দুই সাংসদ প্রার্থী। তবে সাংসদ পদ রাখতে ইস্তফা দেন তাঁরা। বিধায়কের মৃত্যুর কারণে ভোটগ্রহণ হচ্ছে খড়দহ ও গোসাবায়। চার বিধানসভা কেন্দ্রে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানো নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। দিনহাটায় মোতায়েন থাকবে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গোসাবায় মোতায়েন থাকবে ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শান্তিপুরে বাহিনী মোতায়েন ২২ কোম্পানি। খড়দহে থাকছে ২০ কোম্পানি আধা সামরিক বাহিনী।

 

Section: 
English Title: 
By Election 2021 in West Bengals Khardaha Shantipur Gosaba Dinhata live Update
Home Title: 
By-Election 2021 Live Update: বিকেল ৫টা পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট?
 By-Election 2021 Live Update: বিকেল ৫টা পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট?
Mobile Title: 
By-Election 2021 Live Update: বিকেল ৫টা পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট?
Is Breaking News: 
No