খাঁচা থেকে পালাল চিতাবাঘ, আতঙ্কের প্রহর গুনছে গ্রামের মানুষ
রবিবারই ওই চাবাগানের চিতাবাঘ ধরা পড়ার পর এলাকার মানুষ বন দফতরকে জানায়, এই বাগানে আরও বেশ কয়েকটি চিতাবাঘ রয়েছে। তাই বন দফতর এই চা বাগানের দুই জায়গায় খাঁচা পাতে।
নিজস্ব প্রতিবেদন: খাঁচায় বন্দি হয়েও পালিয়ে গেল চিতাবাঘ। মালবাজার মহকুমার বেইদগুড়ি চাবাগান এলাকার ঘটনা।
বেইদগুড়ি চাবাগানের ১২০০ নাম্বার সেকশনে রবিবার খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ। এলাকার মানুষের অভিযোগ এখানে আরও চিতাবাঘ রয়েছে। সন্ধ্যা নামলেই লোকালয়ে হানা দেয় চিতাবাঘ। গৃহপালিত পশুদেরও চিতাবাঘ তুলে নিয়ে যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের দাবি। আতঙ্কিত এলাকার মানুষ।
আরও পড়ুন: বীরভূমে সিপিএমের মিছিলে হামলা, চলল গুলি
রবিবারই ওই চাবাগানের চিতাবাঘ ধরা পড়ার পর এলাকার মানুষ বন দফতরকে জানায়, এই বাগানে আরও বেশ কয়েকটি চিতাবাঘ রয়েছে। তাই বন দফতর এই চা বাগানের দুই জায়গায় খাঁচা পাতে।
আরও পড়ুন: মাংস কিনতে গিয়েছিলেন মা, ফিরে এসে স্বামীকে দুই মেয়ের সঙ্গে যে অবস্থায় দেখলেন...
এলাকাবাসীর অভিযোগ, ১২০০ সেকসনে রবিবার রাতে খাঁচাবন্দি হয়েছিল চিতাবাঘ কিন্ত সোমবার ভোরেই খাঁচা থেকে পালিয়ে যায় সে। ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কীভাবে চিতাবাঘটি পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।