করোনা আপডেট: রাজ্যে মৃত্যুর গতি মন্থর, ক্রম-বর্ধমান সুস্থতার হার

রাজ্যের নিরিখে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনায়। প্রায় ৬০০ জন আক্রান্ত। সুস্থ হওয়ার সংখ্যাও এই জেলায়

Reported By: সুতপা সেন | Updated By: Aug 25, 2020, 09:48 PM IST
করোনা আপডেট: রাজ্যে মৃত্যুর গতি মন্থর, ক্রম-বর্ধমান সুস্থতার হার
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  আক্রান্ত ২৯৬৪।  সুস্থ ৩২৫১। মৃত ৫৮। এই হলো গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরিস্থিতি। মঙ্গলবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত দাঁড়াল ১,৪৪,৮০১। সুস্থ হয়েছেন ১,১৪,৫৪৩ জন। সুস্থতার হার ৭৯.১০ শতাংশ।

উল্লেখযোগ্য বিষয় হলো রাজ্যে সুস্থতার হার উর্ধ্বমুখী। সোমবার ছিল ৭৮.৪৬ শতাংশ। ২৪ ঘণ্টার পর দাঁড়িয়েছে ৭৯.১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সেভাবে সংক্রমণ এবং মৃত্যু বাড়েনি।  একদিনে করোনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ৩৭ হাজার।  

রাজ্যের নিরিখে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনায়। প্রায় ৬০০ জন আক্রান্ত। সুস্থ হওয়ার সংখ্যাও এই জেলায়। ৭৮০ জন সুস্থ হয়েছেন। কলকাতায় ৫৪১ জন আক্রান্ত। এদিন এই জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় মোট মৃত্যু দাঁড়াল ১২০৩।

আরও পড়ুন-  রাজি নন রাহুল, কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ছেন সোনিয়া! জোর জল্পনা রাজধানীতে

সোমবারই ভার্চুয়াল সভায় করোনা পরিস্থিতি নিয়ে একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে টেস্ট বেড়েছে, সেই নিরিখে বেড়েছে সুস্থতার হারও। তবে মমতা নিজেই জানিয়েছেন বাংলায় আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে তা রুখতে প্রাণপন চেষ্টা চালাচ্ছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্য়বস্থাই নেওয়া হচ্ছে।  

.