সেবকের কাছে রাস্তায় ধস, বন্ধ শিলিগুড়ি-ডুয়ার্সের যান চলাচল

বহু গাড়ি দীর্ঘক্ষণ সেবকের রাস্তায় আটকে থাকায় অসুবিধার মুখে পড়েছে যাত্রীরা। উদ্ধারের কাজ শুরু হয়েছে। 

Updated By: Jul 5, 2019, 12:32 PM IST
সেবকের কাছে রাস্তায় ধস, বন্ধ শিলিগুড়ি-ডুয়ার্সের যান চলাচল

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার রাত থেকে একটানা বৃষ্টির জেরে বড়সড় ধস সেবকের কাছের রাস্তায়। সকাল থেকে ব্যাহত শিলিগুড়ি-ডুয়ার্সের যোগাযোগ ব্যবস্থা। বন্ধ সংযোগকারী ৩১-এ  জাতীয় সড়ক, ভেঙে গিয়েছে গার্ড ওয়ালও। গতকাল রাত থেকে ব্যপক বৃষ্টির কারণে আজ সকাল সাড়ে আটটা নাগাদ সেবক সেতুর কাছের রাস্তায় বিশাল ধস নামে। এখনও বন্ধ যানচলাচল। সেবকের কাছের রাস্তায় আটকে রয়েছে বহু পর্যটকের গাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। অনেকেই পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুন: রাতে গর্জন, সকালে বড় বড় পায়ের ছাপ! বাঘ আতঙ্কে থরহরিকম্প চন্দ্রকোণা

ক্রমাগত বৃষ্টির কারণে রাস্তা পরিষ্কারেও বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। জেসিপি দিয়ে রাস্তা থেকে বড় বড় পাথর সরানোর কাজ চলছে। তবে পুলিস সূত্রে খবর, এই রাস্তা স্বাভাবিক হতে বেশ এখনও খানিকটা সময় লাগবে। বহু গাড়ি দীর্ঘক্ষণ সেবকের রাস্তায় আটকে থাকায় অসুবিধার মুখে পড়েছে যাত্রীরা। ঘটনাস্থলে রয়েছে মংপং থানার পুলিস। উদ্ধারের কাজ শুরু হয়েছে। 

.